হেমন্তের রাত আজকাল বড্ড নিষ্ঠুর আর একাকিত্তে চলে যায়
অনাত্মীয় দিন যেমন ভবঘুরে হয়ে ছুটে,
আমরাও ঝাউয়ের শাখার মতো কুটিল নাগরিক জীবন থেকে
কিছু পেতে চাই।
ছাদে টবের মরিচ গাছের পাতার ফাঁক দিয়ে শিরশির হাওয়া
আবর্জনা মঞ্চের পাশ দিয়ে লাউ পটলের হকারের হাঁক
মন্থর ঘণ্টা বাজানো বালকের খেলার মাঠ
আমাদের মনে করায় সাঁওতাল পাড়ার উদ্দাম।
হঠাৎ মহুয়ামাখা বাতাস এলো আমাদের শহরে
তোর আবছা মুখ আঘাতের মতো ফিরে এলো
আবুঝ দুঃখ আর স্মৃতিরা কাদা হয়ে হৃদগ্রামফোনে বাজে
আর বাহিরে হিংস্র কুকুরের ডাকে।
এরপরেও তোর জন্য ঠোঁটের উষ্ণতারা এখনও চঞ্চল
তুই বলেলই ডর ভুলে ছুটবে,
শুধু বলিস না হিসেব কষতে!
কি দিলি আর কি পেলি?
১৯/১১/২০১৯
দক্ষিণখান, ঢাকা
জন্ম ৮ জানুয়ারি ১৯৮৯। বাংলাদেশের ময়মনসিংহে আনন্দমোহন কলেজ থেকে বিএ সম্মান ও এমএ পাশ করেছেন। তাঁর প্রকাশিত প্রথম কবিতাগ্রন্থ “স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে” এবং যুগ্মভাবে সম্পাদিত বই “শাহেরা খাতুন স্মারক গ্রন্থ”। বিভিন্ন সাময়িকীতে তাঁর কবিতা প্রকাশিত হয়েছে। এছাড়া শিক্ষা জীবনের বিভিন্ন সময় রাজনৈতিক ও সাংস্কৃতিক কাজের সাথে যুক্ত ছিলেন। বর্তমানে রোদ্দুরে ডট কমের সম্পাদক।