হাজার বর্গমাইল জুড়ে তোমার প্রতিচ্ছবি,
হাসছ, নাচছ, কইছ কথা সাদা-কালো রাতে,
চিত্রময় যে প্রেম আসে ফুটন্ত জীবনের সম্ভাবনা নিয়ে
তার পাশে হাত ধরে কবিতা পড়িও,
টাঙনের তীরে বেড়াতে আসিও,
জলপ্রপাতের মতো ভালোবাসিও,
পাখির তিয়াসা নিয়ে আমায় ডাকিও,
ইষদুষ্ণতায় মন খুব ভিজে যাক,
সমার্থক প্রশ্নগুলো ঘুরপাক খাক,
সহযোগী বাদ্যগুলো বাজনা বাজাক
রিনিঝিনি রিমঝিম কিংবা সরগম,
অর্ফিয়ুসের বাঁশি যেন বাজে রাধার কানে,
ছায়াছবির ছায়া হতে তোমাদের বাগানে।
নতুন দীপ্তি হাওয়া দিক প্রতিভা প্রবাহে;
বস্তুর এইটুকু সত্য জেনে
হৃদয় হারাবে সূর্যের মাঝে।
১৬.০৭.২০০৪; কুষ্টিয়া।
চিত্রের ইতিহাস: কবিতায় ব্যবহৃত অংকিত চিত্রটি অজানা শিল্পীর আঁকা চিত্র ‘মূর্ছাগ্রস্ত লাইলি মজনু‘ (Fainted Laila and Majnun)। শিল্পী চিত্রটি আঁকেন ১৭৪০-১৭৫০ সালের মাঝে। ছবিটি উপরে নিচে অনেকটুকু ছেঁটে ব্যবহার করা হয়েছে।
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক, কবি, প্রাবন্ধিক, গবেষক ও চিন্তাবিদ। তাঁর প্রথম কবিতার বই পৃথিবীর রাষ্ট্রনীতি আর তোমাদের বংশবাতি প্রকাশিত হয় ২০০৪ সালে। তাঁর মোট প্রকাশিত গ্রন্থ ১২টি। সাম্প্রতিক সময়ে প্রকাশিত তাঁর সমাজতন্ত্র ও মার্কসবাদ গ্রন্থ দুটি পাঠকমহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। ২০১০ সালে সম্পাদনা করেন বাঙালির গণতান্ত্রিক চিন্তাধারা নামের একটি প্রবন্ধগ্রন্থ। তিনি ১৬ জুন, ১৯৭৭ তারিখে জন্মগ্রহণ করেন। তিনি লেখাপড়া করেছেন ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম এ পাস করেন।