প্রথম দিনের উড্ডয়ন

শহরের উড়ন্ত গিটারের সুরেরও অধিক সুক্ষ্ম

গোপন কথাটি তুমি আমায় আজ জানালে

তোমার বীণার তারে তারে বিদ্যুতের তীব্রতায়;

সময়ের পাদদেশে পাহাড়ের নীল দিগন্তের সবুজ

মিলে মিশে ছুঁয়েছে নেশাতুর বনবরফের দেশ আর

পাশাপাশি বয়ে চলেছে তোমার আমার অপূর্ব অভাবিত নদী।

 

শঙ্কার দোলাচলে তোমাকে জানাতে পারিনি

আজ এইখানে রক্তদ্রোনের তীব্র রঙ এঁকেছে

হৃদয়ের পটে প্রথম দিনের উদ্দাম উড্ডয়ন,

বড়বড় ঝাউ-বট-কদমের ডালে দুপুরের ঘামে সিক্ত

বেশ কিছু পাখি ক্লান্তির গান গেয়ে উদ্ভিদকুলের প্রাণ

জুড়াচ্ছে বিস্ময়ের পাখায় উড়িয়ে,

আর পাহাড়ের কোলঘেঁষা একটি প্রাচীন

ওইতিহ্যবাহি বাড়ির চমৎকার ছিমছাম রেস্তোরায় আমরা দুজন

চায়ের কাপে দেই ভালোবাসার প্রথম চুমুক;

চুম্বকের স্বাদ পাই সবুজ বালির ঝিরঝির নকশার দিকে তাকিয়ে।

তুমি আমাকে বেঁধেছ ব্যাখ্যাতীত লৌকিক মায়াজালে;

দূরে পাহাড়ের গালে স্পর্শের আল্পনায়

ভেসে উঠছে সাদা কালো মেঘ;

সাবলীল পাথরের উপরে বসে আমরা দেখছি

অপার্থিব অনুভূতির প্রবহমান দ্বীপপুঞ্জ,

কুয়াশার ধারাবাহিকতায় তোমার আঙুলে তখন

রঙধনুর বর্ণিল চাঁপাফুলের গন্ধ;—

পাহাড় নদী নৌকা জলপ্রপাত হালকা আলো অন্ধকার

পপলার সারিবদ্ধ উইলো গাছের সবুজের ফাঁকে তোমার

কল্পনার তারার শান্ত শিখরচূঁড়ার কোলে সমৃদ্ধ আলো আঁধারির

সুমিষ্ট আপেল বাগিচায় আমাদের অপরিসীম স্নিগ্ধ রোমাঞ্চ,

 

স্বপ্নমেদুর স্বাধীন স্বপ্নরাজ্য।

 

চিত্রের ইতিহাস: কবিতায় ব্যবহৃত অংকিত চিত্রটি জন আর্থার ফ্রেজারের (১৮৩৮-১৮৯৮) আঁকা চিত্র। চিত্রটির নাম হচ্ছে সেপ্টেম্বরের বিকেল, পূবের শহর (September Afternoon, Eastern Townships) এখানে চিত্রটিকে উপরে সামান্য ছেঁটে ব্যবহার করা হয়েছে।

Leave a Comment

error: Content is protected !!