তোমার ভেতরে জমানো বৃষ্টিরা আজ আমার শহরে
কোনো অর্থের লেনদেনে নয়,অভিমান ভাঙাতে নয়,
নয় কোনো শক্ত তত্ত্ব কথা বুঝাতে,
সে এসেছে শুধুই প্রেম জাগাতে।
সে চাই কিছু শিহরণ জাগাতে;—
যা আজো আমি দেই নি তোমাকে;
কিছু স্মৃতিকে চায় বিচক্ষণ ভাবে ভাবাতে,
অতি আদরে যা বাস্তবের গায়ে মিশে আছে।
কিছু নিঃশ্বাস দেয়াল লেপটে থাকতে চায়,
কিছু আদর চাদরের ভাজে,
কিছু ছোঁয়া নগ্ন বাহু ঘেঁষে,
কিছু চায় উষ্ণ ঠোঁটে।
এসব কি শুধুই তোমাকে চাওয়া?
নাকি এরাও হতে পারে শক্তি,
গতিময়তা জাগাতে পারে রক্তে,
গড়তে পারে এক যৌথ খামার।
২০ এপ্রিল, ২০১৭
নুরজাহান রোড,মোহাম্মদপুর, ঢাকা
চিত্রের ইতিহাস: কথা বুঝাতে কবিতায় ব্যবহৃত অংকিত চিত্রটি ভিনসেন্ট ভ্যান গগ (৩০ মার্চ ১৮৫৩ – ২৯ জুলাই ১৮৯০) আঁকা চিত্র মন্তমার্ত্রে, প্যারিস (Street scene on Montmartre, Le Moulin à Poivre)। শিল্পী চিত্রটি আঁকেন ১৮৮৭ সালে।
বিশেষ দ্রষ্টব্য: কবিতাটি আমার [দোলন প্রভা] রচিত মনন পাবলিকেশন ঢাকা থেকে ২০১৭ সালে প্রকাশিত স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে কবিতাগ্রন্থের ৬১ পৃষ্ঠা থেকে নেয়া হয়েছে এবং রোদ্দুরেতে প্রকাশ করা হলো।
জন্ম ৮ জানুয়ারি ১৯৮৯। বাংলাদেশের ময়মনসিংহে আনন্দমোহন কলেজ থেকে বিএ সম্মান ও এমএ পাশ করেছেন। তাঁর প্রকাশিত প্রথম কবিতাগ্রন্থ “স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে” এবং যুগ্মভাবে সম্পাদিত বই “শাহেরা খাতুন স্মারক গ্রন্থ”। বিভিন্ন সাময়িকীতে তাঁর কবিতা প্রকাশিত হয়েছে। এছাড়া শিক্ষা জীবনের বিভিন্ন সময় রাজনৈতিক ও সাংস্কৃতিক কাজের সাথে যুক্ত ছিলেন। বর্তমানে রোদ্দুরে ডট কমের সম্পাদক।