শহর জুড়ে আজ লোড শেডিং
তাই অন্ধকার ঘরে ইন্টারনেটের কাটাকাটি ছেড়ে-
আলো করে রেখেছে হেমাঙ্গের গানে।
আমাদের দুজনের রয়েছে শহুরে জীবন
তাই অবসর মেলেনা,
কিন্তু আজ আমরা একান্তই নিজেদের
বুকের স্পন্দনে ছিলাম অনেকক্ষণ,
মান্দারিন হাঁসের মতো রূপ ছড়ানোর অনুভুতি
আমাদের ঘিরে রেখেছিলো চারপাশ,
আমরা যেন গভীর থেকে গভীরে গিয়েছিলাম
যেমন অন্ধকার চিরে ফেলা এক শিখার মতো।
এমনি করে যেন মাঝে মাঝে নেমে আসে লোডশেডিং
প্রেমিক-প্রেমিকারা যেনো পায় স্পন্দন,
আর সঞ্চিত শক্তিরা যেনো তেজী হয়ে ধেয়ে আসে
অন্ধকার জুড়ে থাকা হেমাঙ্গের গান রূপে।
১.০৩.২০১৭
বুদ্ধনগর, নেপাল
জন্ম ৮ জানুয়ারি ১৯৮৯। বাংলাদেশের ময়মনসিংহে আনন্দমোহন কলেজ থেকে বিএ সম্মান ও এমএ পাশ করেছেন। তাঁর প্রকাশিত প্রথম কবিতাগ্রন্থ “স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে” এবং যুগ্মভাবে সম্পাদিত বই “শাহেরা খাতুন স্মারক গ্রন্থ”। বিভিন্ন সাময়িকীতে তাঁর কবিতা প্রকাশিত হয়েছে। এছাড়া শিক্ষা জীবনের বিভিন্ন সময় রাজনৈতিক ও সাংস্কৃতিক কাজের সাথে যুক্ত ছিলেন। বর্তমানে রোদ্দুরে ডট কমের সম্পাদক।