
জন্ম:
বীর্য থেকে সৃষ্ট এক প্রাণের সন্তরণ
কাম কিংবা প্রেম প্রদত্ত মানবিক জীবন
মৃত্যু:
শরীর থেকে বিতাড়িত জৈবিক স্পন্দন
আজন্ম সংগ্রামে ক্ষয়িষ্ণু নিরুত্তাপ একজন
বিয়ে:
হয় তো বা প্রেম কিংবা প্রয়োজন
দাসত্ব শৃংখল পরে সুখের আয়োজন
বিশেষ দ্রষ্টব্য: কবিতাটি অস্তিত্বের জন্যে যুদ্ধ চাই কাব্যগ্রন্থের ষষ্ঠ কবিতা।