আমার নিশাচর কবিতা হোক তোমার শরীরের পালক

একটি ঘন অন্ধকারের মাঝে হেঁটে যাও শরীর

আজ মন লেনদেন করতে চায় প্রেম,

তাই আমার অনেক রাত কেটেছে নির্ঘুম-

তোমার কবিতা হবো বলে।

নিজেকে নত করেছি আজ তোমার আলিঙ্গনে

হৃদয়ের লাগাম খুলে দিয়েছি উষ্ণ নিঃশ্বাসের কাছে,

আমার ভালবাসারা অনেক পথ একা হেঁটেছে

তোমার বুকে এখন জিরিয়ে নিতে চায় তারা।

এই মহাকালে নেমে আসা আকালে

লালা আবির মাখাতে পারবনা জানি-

কিন্তু তোমাকে দিতে চাই নিশাচরী একেকটি কবিতা

দেখবে একদিন তুমি ভাসবে ভোরের আভায়

আমি হবো তোমার শরীরে মিশে থাকা পালক।

১৮.১১.২০১৮

পার্বতীপুর

[বি. দ্র: কবিতায় ব্যবহৃত ছবি উইকিপিডিয়া কমন্স থেকে নেওয়া। আলোকচিত্রীর নাম: ভ্যান গখ]

আরো পড়ুন:  নায্যতার রাজ্য স্থাপনের দিকে যেতে যেতে

Leave a Comment

error: Content is protected !!