একটি ঘন অন্ধকারের মাঝে হেঁটে যাও শরীর
আজ মন লেনদেন করতে চায় প্রেম,
তাই আমার অনেক রাত কেটেছে নির্ঘুম-
তোমার কবিতা হবো বলে।
নিজেকে নত করেছি আজ তোমার আলিঙ্গনে
হৃদয়ের লাগাম খুলে দিয়েছি উষ্ণ নিঃশ্বাসের কাছে,
আমার ভালবাসারা অনেক পথ একা হেঁটেছে
তোমার বুকে এখন জিরিয়ে নিতে চায় তারা।
এই মহাকালে নেমে আসা আকালে
লালা আবির মাখাতে পারবনা জানি-
কিন্তু তোমাকে দিতে চাই নিশাচরী একেকটি কবিতা
দেখবে একদিন তুমি ভাসবে ভোরের আভায়
আমি হবো তোমার শরীরে মিশে থাকা পালক।
১৮.১১.২০১৮
পার্বতীপুর
[বি. দ্র: কবিতায় ব্যবহৃত ছবি উইকিপিডিয়া কমন্স থেকে নেওয়া। আলোকচিত্রীর নাম: ভ্যান গখ]
জন্ম ৮ জানুয়ারি ১৯৮৯। বাংলাদেশের ময়মনসিংহে আনন্দমোহন কলেজ থেকে বিএ সম্মান ও এমএ পাশ করেছেন। তাঁর প্রকাশিত প্রথম কবিতাগ্রন্থ “স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে” এবং যুগ্মভাবে সম্পাদিত বই “শাহেরা খাতুন স্মারক গ্রন্থ”। বিভিন্ন সাময়িকীতে তাঁর কবিতা প্রকাশিত হয়েছে। এছাড়া শিক্ষা জীবনের বিভিন্ন সময় রাজনৈতিক ও সাংস্কৃতিক কাজের সাথে যুক্ত ছিলেন। বর্তমানে রোদ্দুরে ডট কমের সম্পাদক।