অনুভূতি

বিশাল সাদা কাগজে আঁকিবুঁকি হচ্ছে যত্নে অযত্নে,
আমরা সবাই শিল্পী যেমনি পারি না কেন আঁকতে,
সাদা স্বপ্ন দেখে যারা নিশানা নিয়ে হাতে,
প্রকাশ করতে হবে, যতটুকু বাসা বাঁধে বুকে।

আমাদের অনুভূতিগুলো নিজেদের সাজিয়ে তুলে
কুড়িয়ে পাওয়া রংয়ের তুলি দিয়ে আপন ক্যানভাসে,
পথে পথে যে দুঃখ ঘুরে বস্তিতে গিয়ে লুকায়
তাকেও ফুটিয়ে তোলা হয় এখানকার চিত্রপটে।

অবশ্য অনুভূতির পিছনের উন্মুক্ত দরজা আছে
যা দিয়ে পরিবর্তনের আলোর আসা-যাওয়া;
পাল্টে যাচ্ছে চিন্তা, আবেগ, বেঁচে থাকা স্বপ্নেরা,
তাই অনুভবের শিল্পীর চাঙা হতে হবে নতুন করে।

নড়বড়ে সমাজ ভাঙার ঢেউ এনে তীরে দোলা দেয়
সকাল বিকাল অনুভূতির রাজ্যে, বলে যায়—
‘কতকিছু বদলে যায় নতুন পণ্য পেলে
তোমরা একটু বদলাও ঠেকে ঠেকে’।

যে প্রশ্নগুলো আজ ধ্বণিত হচ্ছে নিজেদের চারপাশে
নড়বড়ে নির্দেশনা টানে তাকেও জ্বালাও, যদি পারে
জ্বলতে একটি প্রদীপ নিয়ে, যে এখনো বাড়ায় নি পা
পথের মিছিলে তাকেও ডাকো তোমার শক্তি ভেবে।

২০ অক্টোবর, ২০১৩
আকুয়া, জুবিলী কোয়ার্টার, ময়মনসিংহ

চিত্রের ইতিহাস: কবিতায় ব্যবহৃত অংকিত চিত্রটি ভিনসেন্ট ভ্যান গগ (৩০ মার্চ ১৮৫৩ – ২৯ জুলাই ১৮৯০) আঁকা চিত্র দ্য পন্ট দ্য কারাউসেল ও ল্যুভর  (Pont du Carroussel and the Louvre)। শিল্পী চিত্রটি আঁকেন জুন ১৮৮৬ সালে।

বিশেষ দ্রষ্টব্য: কবিতাটি আমার [দোলন প্রভা] রচিত মনন পাবলিকেশন ঢাকা থেকে ২০১৭ সালে প্রকাশিত স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে  কবিতাগ্রন্থের ২৮ পৃষ্ঠা থেকে নেয়া হয়েছে এবং রোদ্দুরেতে প্রকাশ করা হলো।

Leave a Comment

error: Content is protected !!