অপরাজিতা

নীলাভ মৃদু হাওয়া আমাকে ভাসিয়ে নিয়ে যায়
স্বচ্ছ জলধারার মাঝে জেগে ওঠা প্রশান্তির দ্বীপে,
তার মাঝে জ্বলজ্বলে হয়ে আছে অপরাজিতায় মোড়ানো পাহাড়।

প্রথম সাক্ষাতেই আমার চোখের খোয়াব হয়ে ওঠে পাহাড়ের নীল,
সাগরের হালকা হাওয়ারা এসে লুকোচুরি করে তার সাথে;
মনে হয় হাজারো প্রজাপতি মেতে আছে পাহাড়ের মুখে,
দিনের শেষে গোধূলির রঙে অপরাজিতা মাতে পরী রূপে,
আর আমার চোখে শীতল জ্যোৎস্না ছুঁয়ে দেয় রূপালী কাঠি।

পাহাড়ের গায়ে প্রশ্বাসের মেলা বসিয়ে খেলা করে জোনাকিরা,
আকাশের চাঁদ সুর তুলে হেঁটে চলে আগামীর দিকে;
আমার পুরনো মন হারিয়ে যায় চাঁদের সুরে সুরে পাহাড়ের নীলে।

১৯ জুলাই, ২০১২
ময়মনসিংহ

চিত্রের ইতিহাস: অপরাজিতা কবিতায় ব্যবহৃত অংকিত চিত্রটি ভিনসেন্ট ভ্যান গগ (৩০ মার্চ ১৮৫৩ – ২৯ জুলাই ১৮৯০) আঁকা চিত্র দ্য গ্লিজ সেতু (The Gleize Bridge over the Vigueirat Canal)। শিল্পী চিত্রটি আঁকেন ১৮৮৮ সালে।

বিশেষ দ্রষ্টব্য: কবিতাটি আমার [দোলন প্রভা] রচিত মনন পাবলিকেশন ঢাকা থেকে ২০১৭ সালে প্রকাশিত স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে  কবিতাগ্রন্থের ১৩ পৃষ্ঠা থেকে নেয়া হয়েছে এবং রোদ্দুরেতে প্রকাশ করা হলো।

আরো পড়ুন:  শ্বেতদ্রোণ এশিয়ার ঔষধি শাক

Leave a Comment

error: Content is protected !!