দুর্দিন না জানিয়ে গুটি গুটি পায়ে ভদ্রবেশে আসে আমাদের দ্বারে;
যাদের মগজে আজো একটি সুন্দর ছবি স্থির হয়ে আছে-
তাদেরই এই দুর্দিনে জেগে উঠতে হবে,
কোমল সুরের মালা ছেড়ে রণ ধ্বনি বুকে এটে নিতে হবে।
আজকের এ পাঠের আসর থেকে উঠে আসুক কবিতার ইস্তেহার–
কাব্যের চরণগুলো হোক একেকটি সম্ভবনার কণা;
প্রতিটি শব্দ বুলেটের মতন গতিশীল হয়ে
আমাদের ভেতরের স্থির অক্ষরগুলোকে আঘাত করুক।
নিজেদের জাগতে হবে সমস্ত শক্তি নিয়ে স্বতফুর্তভাবে,
কল্পনার ভূমিতে দুর্দিনের আগাছায় দিতে হবে কর্ষন,
খুব নিষ্ঠুর হাতে নিজের পছন্দের খেয়ালিকে ছেড়ে-
যেতে হবে প্রেম থেকে বন্ধুর পথে।
তাই এসো, আমরা চেয়ে দেখি বাস্তবতাকে;
প্রস্তুত করতে থাকি পরিকল্পিত রণক্ষেত্র।
২৮.০৩.২০১৯
কুরপাড়, নেত্রকোনা
বি. দ্র: ব্যবহৃত ছবি উইকিপিডিয়া কমন্স থেকে নেওয়া। আলোকচিত্রীর নাম: ভ্যান গখ
জন্ম ৮ জানুয়ারি ১৯৮৯। বাংলাদেশের ময়মনসিংহে আনন্দমোহন কলেজ থেকে বিএ সম্মান ও এমএ পাশ করেছেন। তাঁর প্রকাশিত প্রথম কবিতাগ্রন্থ “স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে” এবং যুগ্মভাবে সম্পাদিত বই “শাহেরা খাতুন স্মারক গ্রন্থ”। বিভিন্ন সাময়িকীতে তাঁর কবিতা প্রকাশিত হয়েছে। এছাড়া শিক্ষা জীবনের বিভিন্ন সময় রাজনৈতিক ও সাংস্কৃতিক কাজের সাথে যুক্ত ছিলেন। বর্তমানে রোদ্দুরে ডট কমের সম্পাদক।