যে গান আমার কণ্ঠ ছুঁয়েছে, তোমার সেতার সেখানেই বাজুক
নীল হয়ে ওঠা বেদনাকে সুরের মুর্ছনায় ভরে তুলুক সেই ধ্বনি,
আমি তখন রোদে পোড়া মাঠে হেঁটে বেড়াব
তোমার বুকের উত্তাপ অনুভব করার জন্য।
তোমার রুক্ষ হৃদয়ে জোয়ার আনবো আমি
যদি তুমি সাঁতার কাটঁতে পারো
তোমার সঙ্গে ডুব দিয়ে আমি ঝিনুকের প্রদাহ দেখব,
তোমার সাথে ভাসব ফসলের হাসি,
ঘুমিয়ে থাকা মৌমাছির চোখে স্বপ্ন এঁটে দিবো,
সবুজে ভরা ভূমির জন্য।
আমাদের যুগল ঠোঁটে জমে থাকা মিছিলের ফোয়ারা
অনুর্বর ভূমির বুকে উত্তাল করবে,
এক মুটো ছড়ানো সরিষার দানার মতো
আমাদের স্পর্শও ঝংকার তুলবে ধরণীর পথে।
৬.০৩.২০১৯
দক্ষিণখান, উত্তরা, ঢাকা
বি. দ্র: ব্যবহৃত ছবি উইকিপিডিয়া কমন্স থেকে নেওয়া। ভাস্কর: Ivan Shadr
জন্ম ৮ জানুয়ারি ১৯৮৯। বাংলাদেশের ময়মনসিংহে আনন্দমোহন কলেজ থেকে বিএ সম্মান ও এমএ পাশ করেছেন। তাঁর প্রকাশিত প্রথম কবিতাগ্রন্থ “স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে” এবং যুগ্মভাবে সম্পাদিত বই “শাহেরা খাতুন স্মারক গ্রন্থ”। বিভিন্ন সাময়িকীতে তাঁর কবিতা প্রকাশিত হয়েছে। এছাড়া শিক্ষা জীবনের বিভিন্ন সময় রাজনৈতিক ও সাংস্কৃতিক কাজের সাথে যুক্ত ছিলেন। বর্তমানে রোদ্দুরে ডট কমের সম্পাদক।