ঠোঁটে জমে থাকে মিছিলের ফোয়ারা

যে গান আমার কণ্ঠ ছুঁয়েছে, তোমার সেতার সেখানেই বাজুক
নীল হয়ে ওঠা বেদনাকে সুরের মুর্ছনায় ভরে তুলুক সেই ধ্বনি,
আমি তখন রোদে পোড়া মাঠে হেঁটে বেড়াব
তোমার বুকের উত্তাপ অনুভব করার জন্য।

তোমার রুক্ষ হৃদয়ে জোয়ার আনবো আমি
যদি তুমি সাঁতার কাটঁতে পারো
তোমার সঙ্গে ডুব দিয়ে আমি ঝিনুকের প্রদাহ দেখব,
তোমার সাথে ভাসব ফসলের হাসি,
ঘুমিয়ে থাকা মৌমাছির চোখে স্বপ্ন এঁটে দিবো,
সবুজে ভরা ভূমির জন্য।

আমাদের যুগল ঠোঁটে জমে থাকা মিছিলের ফোয়ারা
অনুর্বর ভূমির বুকে উত্তাল করবে,
এক মুটো ছড়ানো সরিষার দানার মতো
আমাদের স্পর্শও ঝংকার তুলবে ধরণীর পথে।

৬.০৩.২০১৯
দক্ষিণখান, উত্তরা, ঢাকা

বি. দ্র: ব্যবহৃত ছবি উইকিপিডিয়া কমন্স থেকে নেওয়া। ভাস্কর: Ivan Shadr

আরো পড়ুন:  একটি মোমের আলো ও হেমাঙ্গের গান

Leave a Comment

error: Content is protected !!