(আশুতোষ ভৌমিককে)
সুন্দরের কাঁটাবনে
হাত-পা-শরীর রক্তস্নাত।
তবু সে অমাবশ্যার কালোরাতে
ধুলো ভরা চোখে ধরতে চায় অরূপ জোনাকি।
সুন্দরের গোলকধাঁধাঁয় কেটে যায় জীবন প্রহর।
নগরের কানাগলি ছেড়ে নরসুন্দার কিনারে
হৃদয়ের দুর্গম গুহায় ধ্যানমগ্ন থাকে অবিশ্রান্ত সন্ত।
একটি শব্দের অন্তহীন ব্যঞ্জনাকে ধরতে
তাকে পদ্মবিলের নাগপল্লীতে
ডেকে নেয় নিদয়া আলেয়া।
শামসুল ফয়েজ সত্তর দশকের কবিদের মধ্যে অন্যতম। তীব্র বাস্তবতাবোধ, নাগরিক বৈদগ্ধ এবং জীবনাকাঙ্খা তারঁ কবিতার প্রধান উপাদান। নগর মানুষের যান্ত্রিক আচরণ তার মধ্যে দ্রোহের জন্ম দেয়। তার জন্ম ১৮ জানুয়ারি, ১৯৫৩ সালে মোজাহিদী লজ (মাতুল বাড়ি), জুবিলী কোয়ার্টার, আকুয়া, ময়মনসিংহে। তার প্রকাশিত কাব্যগ্রন্থগুলো হচ্ছে শামসুল ফয়েজের কবিতা (কাব্য সংকলন, ১৯৯৭), শোণিতে বিবিধ কোরাস (জুন ২০০৮), সময়ের ধ্রুপদ (২০০৮), মনে চায় শুক্কুর পাগলা হয়ে যাই (ডিসেম্বর ২০১১)।