সুন্দরের স্বরূপ সন্ধানে অবিশ্রান্ত সন্ত

(আশুতোষ ভৌমিককে)

সুন্দরের কাঁটাবনে
হাত-পা-শরীর রক্তস্নাত।
তবু সে অমাবশ্যার কালোরাতে
ধুলো ভরা চোখে ধরতে চায় অরূপ জোনাকি।
সুন্দরের গোলকধাঁধাঁয় কেটে যায় জীবন প্রহর।
নগরের কানাগলি ছেড়ে নরসুন্দার কিনারে
হৃদয়ের দুর্গম গুহায় ধ্যানমগ্ন থাকে অবিশ্রান্ত সন্ত।
একটি শব্দের অন্তহীন ব্যঞ্জনাকে ধরতে
তাকে পদ্মবিলের নাগপল্লীতে
ডেকে নেয় নিদয়া আলেয়া।

আরো পড়ুন:  একটি সাক্ষাত

Leave a Comment

error: Content is protected !!