সহকর্মিদের প্রতি

উৎকন্ঠিত আপনারা জানিয়েছিলেন

আমাদের শক্তি স্বাদু পানির মতো দিন দিন কমে যাচ্ছে,

আমাদের মনোবলে মরচে ধরেছে,

নিজেদের মধ্যে বেড়েছে সন্দেহ আর অবিশ্বাস,

আমরা এখন বহুবিভক্ত যেন বটবৃক্ষের শিকড়হীন ডাল

সময় চলে যাওয়ার পর বুঝতে পেরেছি

কথা শোনার মতো কেউ আর আমাদের কাছে আসছে না।

কবি সাহিত্যিক দার্শনিক লেখকগণ

চলে গেছে আমাদের ছেড়ে সুড়ঙ্গ পথ দিয়ে।

 

ভুল পথে চলার সর্তকবাণী অন্যান্য প্রাত্যহিক কথার মতো

আমাদেরকে সংশোধন করতে পারেনি,

আমরা অতীতের পরিত্যক্ত আর্বজনাকেই ভালো বলে চালাচ্ছি,

একথা কি সত্য নয় যে আমরা র্নিদিষ্ট কিছু আদর্শ ও স্থানে

বন্দি আছি?

 

পৃথিবীর বহিরঙ্গ পাল্টে গেছে,

বদলে গেছে মানচিত্রের রূপ ও চাহিদার সূচক,

আমরা কি ভেবেছি সেসব?

 

আমরা কী জানি

ভোল পাল্টে দিনবদলের স্বপ্ন দেখাচ্ছে

দুলদুলে মোটাসোটা ভূঁড়িঅলা সেই পুরোনো হিংস্রবাদি,

 

আর

 

আমাদের ব্যর্থতা জ্বলজ্বল করে জ্বলছে হিমালয় আল্পসের চুঁড়ায়

‘ইতিহাস শেষ হয়ে গেছে’ শত্রুর সুনিপুণ বুনন

আর আমাদের সহকর্মিদের কেউ কেউ বিভ্রান্ত দিধান্বিত ও পথ ভোলা,

 

তদুপরি আমি দেখছি মশাল হাতে কোথাও না কোথাও কেউ না কেউ

লড়ছে

আমার জন্যে, তোমার জন্যে, আমাদের জন্যে;

আমরা এখনো নিঃস্ব বা নিশ্চিহ্ন হইনি,

আমরা

আছি

আমরা

লড়ছি

এর চেয়ে বড় সত্য আর কোথাও নেই।

 

চিত্রের ইতিহাস: কবিতায় ব্যবহৃত অংকিত চিত্রটি আইজ্যাক ব্রডস্কির (১৮৮৩-১৯৩৯) আঁকা চিত্র লেনিন মে ১৯১৭ সালে পুতিলভ কারখানায় (Lenin at Putilov factory at May 1917)। শিল্পী চিত্রটি আঁকেন ১৯২৯ সালে। এখানে চিত্রটিকে হুবহু ব্যবহার করা হয়েছে।

Leave a Comment

error: Content is protected !!