হঠাৎ দমকা হাওয়া এসে কড়া নাড়ে আমার দুয়ারে,
দিন বদলাতে নিয়ে যাবে অজানা শহরের বুকে,
হাজার হাজার জীবনের গল্পে মুখরিত গলি-পথে,
হাওয়া আমাকে ছড়াতে চায় সবার মাঝখানে।
আমিও না হয় দুঃখকে একটু এলোমেলো করে বাজাবো,
বেসুরো ঝংকার তুলে সেও গাক ভাঙনের সুর,
দেহ নিংড়ানো ঘামকেও সে মাতাল করুক তালে তালে,
অতৃপ্ত আশার সরলতাকে বাদ দিয়ে নামুক আবার পথে।
প্রাণহীন যে বলেরা মাঠে খেলে বেড়ায় পুরনো জালের টানে,
তাদের যেতে হবে ক্রোশ পথ শেষে মুক্তির প্রান্তে,
ছোটো ছোটো চাওয়া বুকেনিয়ে যে জমিন সাজে নিরবতায়,
তাকেও কাজ করতে হবে রাঙা ঝলমলে দিনের জন্যে।
জানি এখনো দীর্ঘ পথের তীক্ষ্ণ দৃষ্টিকে জাগিয়ে রাখতে হবে—
পরাজিতের দ্বারে কড়া নাড়িয়ে ডাকতে হবে পথে,
তবেই যুগের সেনার দূর্গম পথ চলবে তৃপ্ত আশার খোঁজে,
উঠবে পূবের আকাশে লাল সূর্যটা।
১০ সেপ্টেম্বর, ২০১৩
ময়মনসিংহ
চিত্রের ইতিহাস: কবিতায় ব্যবহৃত অংকিত চিত্রটি ভিনসেন্ট ভ্যান গগ (৩০ মার্চ ১৮৫৩ – ২৯ জুলাই ১৮৯০) আঁকা চিত্র সমভূমি (Harvest at La Crau, with Montmajour in the background)। শিল্পী চিত্রটি আঁকেন ১৮৮৮ সালে।
বিশেষ দ্রষ্টব্য: কবিতাটি আমার [দোলন প্রভা] রচিত মনন পাবলিকেশন ঢাকা থেকে ২০১৭ সালে প্রকাশিত স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে কবিতাগ্রন্থের ২২ পৃষ্ঠা থেকে নেয়া হয়েছে এবং রোদ্দুরেতে প্রকাশ করা হলো।
জন্ম ৮ জানুয়ারি ১৯৮৯। বাংলাদেশের ময়মনসিংহে আনন্দমোহন কলেজ থেকে বিএ সম্মান ও এমএ পাশ করেছেন। তাঁর প্রকাশিত প্রথম কবিতাগ্রন্থ “স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে” এবং যুগ্মভাবে সম্পাদিত বই “শাহেরা খাতুন স্মারক গ্রন্থ”। বিভিন্ন সাময়িকীতে তাঁর কবিতা প্রকাশিত হয়েছে। এছাড়া শিক্ষা জীবনের বিভিন্ন সময় রাজনৈতিক ও সাংস্কৃতিক কাজের সাথে যুক্ত ছিলেন। বর্তমানে রোদ্দুরে ডট কমের সম্পাদক।