আন্তঃসীমান্ত নদী হলো এমন ধরণের নদী যা অন্তত এক বা একাধিক দেশের রাজনৈতিক সীমান্ত অতিক্রম করে। এই সীমান্ত কোনো দেশের অভ্যন্তরস্থ সীমান্ত বা আন্তর্জাতিক সীমান্ত হতে পারে। বর্তমানে পৃথিবীতে প্রায় কয়েক হাজার আন্তঃসীমান্ত নদী রয়েছে।
বাংলাদেশের মোট ১৭০টি আন্তঃসীমান্ত নদীর তালিকা
- আত্রাই নদী
- আত্রাই নদী
- আশাউড়া নদী
- ইছাখালী নদী
- ইছামতী নদী
- ইছামতী নদী
- ইছামতী নদী
- ইছামতী নদী
- উম ক্রেম নদী
- উমস্তা নদী
- উমফুঙ নদী
- উমিয়েও নদী
- কপোতাক্ষ নদী
- করতোয়া নদী
- কর্ণফুলী নদী
- কাকড়ী নদী
- কারলা গাঙ নদী
- কালডোবা নদী
- কালিন্দী নদী
- কালো নদী
- কাশিয়ানী নদী
- কাসালং নদী
- কাহালাই নদী
- কুলিক নদী
- কুশিয়ারা নদী
- কোদলা নদী
- কোদলা নদী
- কোরাঙ্গী নদী
- খানা নদী
- খাপড়া নদী
- খারনাই নদী
- খাসিয়ামারা নদী
- খোড়া নদী
- খোয়াই নদী
- গঙ্গা নদী
- গঙ্গাজুরী নদী
- গঙ্গাধর নদী
- গন্দর নদী
- গিদারী নদী
- গোপলা নদী
- গোবরা নদী
- গোমতী নদী
- ঘাকশিয়া নদী
- ঘাকশিয়া নদী
- ঘাঘরা নদী
- ঘাঘরা নদী
- ঘুঙুর নদী
- ঘুমিরা নদী
- ঘুরিয়া নদী
- ঘোড়ামারা নদী
- চাউলী নদী
- চাটখাল নদী
- চারাগাও নদী
- চেল্লাখালি নদী
- চিরি নদী
- চেনাকোলা নদী
- ছাতনাই নদী
- ছেড়া নদী
- ছোট যমুনা নদী
- জবাই নদী
- জালিয়াছড়া নদী
- জালুখালী নদী
- জাঞ্জি নদী
- জিঞ্জিরাম নদী
- জিরজিরা নদী
- জুরি নদী
- টাঙ্গন নদী
- ডাউকি নদী
- ডাবুয়া নদী
- ডাহুক নদী
- ঢালা নদী
- তাইরঙ্গল নদী
- তালমা নদী
- তিস্তা নদী
- তুইহানপুই নদী
- তুল্লাই নদী
- থেগা নদী
- দরসা নদী
- দারং নদী
- দাড়ি নদী
- দুধকুমার নদী
- দোনা নদী
- ধরণী নদী
- ধরলা নদী
- ধরলা নদী
- ধলাই নদী
- ধলাই নদী
- ধুবরী নদী
- নওয়াগাঙ নদী
- নাগর নদী
- নাফ নদী
- নাল নদী
- নালুয়া নদী
- নিতাই নদী
- নীলকমল নদী
- নুনগাঙ নদী
- নোনা নদী
- পাঙ্গা নদী
- পাগলা নদী
- পাগলী নদী
- পাগলী নদী
- পিয়াইন নদী
- পুনর্ভবা নদী
- ফেনী নদী
- বনগাও নদী
- বনেরাখালী নদী
- বরসরা নদী
- বরুনা নদী
- বড়গাঙ নদী
- বড় হরিণছড়া নদী
- বান্দ্রা নদী
- বিজনী নদী
- বিজরা নদী
- বুড়ি তিস্তা নদী
- বেতনা নদী
- বেতনা নদী
- বেরং নদী
- বোয়ালজোর নদী
- ব্রহ্মপুত্র নদ
- ভাটা নদী
- ভেরসা নদী
- ভৈরব নদী
- ভোগাই নদী
- মদইল নদী
- মনু নদী
- মহাদেও নদী
- মহানন্দা নদী
- মহেশখালী নদী
- মাঠগাও নদী
- মাতামুহুরী নদী
- মাথাভাঙ্গা নদী
- মানাই নদী
- মুহুরী নদী
- মেমং নদী
- যদুকাটা নদী
- যমুনা নদী
- যমুনেশ্বরী নদী
- রংরা নদী
- রতনাই নদী
- রাঙাবাগলি নদী
- রাইমঙ্গল নদী
- রাইংকা নদী
- রূপাছড়া নদী
- লাখমা নদী
- লাহার নদী
- লিচ্ছা নদী
- লুবাছড়া নদী
- লেঙ্গুরা নদী
- শঙ্খ নদী
- শারী নদী
- সরি নদী
- সংকোশ নদী
- সাকওয়া নদী
- সাঙ্গলী নদী
- সামিয়াজান নদী
- সালদা নদী
- সিংগানী নদী
- সিঙ্গিমারী নদী
- সুই নদী
- সুরমা নদী
- সুটাং নদী
- সেলোনিয়া নদী
- সোনাই নদী
- সোনাই নদী
- সোনাই নদী
- সোনাই নদী
- সোনাভরী নদী
- সোমেশ্বরী নদী
- হাওড়া নদী
- হাড়িয়া নদী
- হাড়িয়াভাঙ্গা নদী
যৌথ নদী কমিশন স্বীকৃত আন্তঃসীমান্ত নদী
বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশন কর্তৃক স্বীকৃত আন্তঃসীমান্ত নদীর সংখ্যা প্রায় ৫৮টি। সেগুলো হচ্ছে ১. রায়মঙ্গল নদী, ২. ইছামতি-কালিন্দি নদী, ৩. বেতনা–কোদালিয়া নদী, ৪. ভৈরব-কপোতাক্ষ নদ, ৫. মাথাভাঙ্গা নদী, ৬. গঙ্গা নদী, ৭. পাগলা নদী, ৮. আত্রাই নদী, ৯. পুনর্ভবা নদী, ১০. তেতুলিয়া নদী, ১১. টাংগন নদী, ১২. কুলিক নদী, ১৩. নাগর নদী, ১৪. মহানন্দা নদী, ১৫. ডাহুক নদী, ১৬. করতোয়া নদী, ১৭. তালমা নদী, ১৮. ঘোড়ামারা নদী, ১৯. দেওনাই-চাড়ালকাটা-যমুনেশ্বরী নদী, ২০. বুড়ি তিস্তা নদী, ২১. তিস্তা নদী, ২২. ধরলা নদী, ২৩. দুধকুমার নদ, ২৪. ব্রহ্মপুত্র, ২৫. জিঞ্জিরাম নদী, ২৬. চেল্লাখালি নদী, ২৭. ভোগাই নদী, ২৮. সোমেশ্বরী নদী, ২৯. জালুখালি নদী, ৩০. নয়াগাঙ নদী, ৩১. উমিয়াম নদী, ৩২. যাদুকাটা নদী, ৩৩. ধলা নদী, ৩৪. পিয়াইন নদী, ৩৫. সারিগোয়াইন নদী, ৩৬. সুরমা নদী, ৩৭. কুশিয়ারা নদী, ৩৮. সোনাই–বরদল নদী, ৩৯. জুরি নদী, ৪০. মনু নদী, ৪১. ধলাই নদী, ৪২. লংলা নদী, ৪৩. খোয়াই নদী, ৪৪. সুতাং নদী, ৪৫. সোনাই নদী, ৪৬. হাওড়া নদী, ৪৭. বিজনী নদী, ৪৮. সালদা নদী, ৪৯. গোমতী নদী, ৫০. কাঁকড়ি–ডাকাতিয়া নদী, ৫১. সিলোনিয়া নদী, ৫২. মুহুরী নদী, ৫৩. ফেনী নদী, ৫৪. কর্ণফুলি নদী, ৫৫. নিতাই নদী, ৫৬. সাঙ্গু নদী, ৫৭. মাতামুহুরী নদী, ৫৮. নাফ নদী।
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক, কবি, প্রাবন্ধিক, গবেষক ও চিন্তাবিদ। তাঁর প্রথম কবিতার বই পৃথিবীর রাষ্ট্রনীতি আর তোমাদের বংশবাতি প্রকাশিত হয় ২০০৪ সালে। তাঁর মোট প্রকাশিত গ্রন্থ ১২টি। সাম্প্রতিক সময়ে প্রকাশিত তাঁর সমাজতন্ত্র ও মার্কসবাদ গ্রন্থ দুটি পাঠকমহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। ২০১০ সালে সম্পাদনা করেন বাঙালির গণতান্ত্রিক চিন্তাধারা নামের একটি প্রবন্ধগ্রন্থ। তিনি ১৬ জুন, ১৯৭৭ তারিখে জন্মগ্রহণ করেন। তিনি লেখাপড়া করেছেন ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম এ পাস করেন।