বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার নদনদী এবং জলাশয়ের নামসমূহের তালিকা এখানে প্রদান করা হচ্ছে। উল্লেখ করা প্রাসঙ্গিক যে বাংলাদেশ ও বৃহৎ বঙ্গভুমির উত্তরের একটি প্রশাসনিক জেলা ঠাকুরগাঁও। এই জেলার জল প্রবাহের ভেতরে রয়েছে নদী বিল ও অন্যান্য জলাশয়সমূহ।
ঠাকুরগাঁও জেলাতে প্রায় ৪০টির মতো নদী রয়েছে। ঠাকুরগাঁও জেলা নাগর, কুলিক ও টাঙ্গন নদী অববাহিকার অন্তর্ভুক্ত। এই তিনটি প্রধান প্রবাহ ছাড়াও এই জেলার সবগুলি জলপ্রবাহ এবং জলাশয় ও অন্যান্য বিলের নাম নিচের তালিকায় প্রদান করা হলো।
নাগর নদী প্রবাহ
বাম তীরের প্রবাহ
- পেটকি নদী,
- তরকা মনি নদী,
- আমনদামন নদী, এর উপনদী নাহাল নদী
- তীরনই নদী, এর উপনদী নহনা নদী এবং ঝিগরা নদী,
- গড়গড়িয়া নদী,
- নোনা নদী,
- জালুইযমুনা নদী,
- গন্দর নদী,
- কাছ নদী,
- কুলিক নদী,
ডান তীরের প্রবাহ (পশ্চিমবঙ্গে)
- রতুয়া নদী,
- দোলঞ্চা নদী,
- সারিয়ানো নদী
কুলিক নদী প্রবাহ
বাম তীরের প্রবাহ
- নেহারা নদী, এর উপনদী ভক্তি নদী
- দুধিয়ামনি নদী,
- কাহালাই নদী এর উপনদী জুলাই নদী
টাঙ্গন নদী প্রবাহ
বাম তীরের প্রবাহ
- সেনুয়া নদী এর উপনদী ছোট সেনুয়া এবং চাড়ালবোন নদী
- রামদারা নদী,
- রণগাঁও নদী,
- তুলাই বা তেতুলিয়া নদী (দিনাজপুর জেলায়)
ডান তীরের প্রবাহ
নিচের নদীগুলোতে ক্লিক করে আপনারা সবগুলো নদী সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। প্রতিটি নদীর সাথে আলোকচিত্র প্রদান করা হয়েছে। যাদের আলোকচিত্র ব্যবহার করা হয়েছে, সেসব সম্পর্কে তথ্য প্রদান করা হয়েছে।
- আলকাসনী নদী
- চূড়ামতি নদী
- ছোট ঢেপা নদী
- ছোট সেনুয়া নদী
- টুপামারী নদী
- তিক্তা নদী
- তিমাই নদী
- ধুলি নদী
- পুনর্ভবা নদী
- পাথরকাটা নদী
- পাথরাজ নদী
- ভুল্লি নদী
- ভুলুয়া নদী
- মাইলিয়া নদী
- রাক্ষুসিনী নদী
এসব নদীর অনেকগুলো বিভিন্ন বিলের ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে। আবার কিছু নদী বিল থেকে উৎপত্তি লাভ করেছে। উত্তরবঙ্গের ঠাকুরগাঁও জেলার একটি প্রধান বিল হচ্ছে উলির বিল এবং প্রধান পুকুর হচ্ছে রামরাই দীঘি।
ঠাকুরগাঁও জেলার এসব নদীর ভেতরে অনেকগুলো বাংলাদেশ ও ভারতের মধ্য দিয়ে প্রবাহিত যেগুলোকে আন্তঃসীমান্ত নদী হিসেবে অভিহিত করা হয়।
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক, কবি, প্রাবন্ধিক, গবেষক ও চিন্তাবিদ। তাঁর প্রথম কবিতার বই পৃথিবীর রাষ্ট্রনীতি আর তোমাদের বংশবাতি প্রকাশিত হয় ২০০৪ সালে। তাঁর মোট প্রকাশিত গ্রন্থ ১২টি। সাম্প্রতিক সময়ে প্রকাশিত তাঁর সমাজতন্ত্র ও মার্কসবাদ গ্রন্থ দুটি পাঠকমহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। ২০১০ সালে সম্পাদনা করেন বাঙালির গণতান্ত্রিক চিন্তাধারা নামের একটি প্রবন্ধগ্রন্থ। তিনি ১৬ জুন, ১৯৭৭ তারিখে জন্মগ্রহণ করেন। তিনি লেখাপড়া করেছেন ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম এ পাস করেন।