বাংলাদেশের পঞ্চগড় জেলার নদনদী এবং জলাশয়ের নামসমূহের তালিকা এখানে প্রদান করা হচ্ছে। উল্লেখ করা প্রাসঙ্গিক যে বাংলাদেশের সর্ব উত্তরের ও বৃহৎ বঙ্গভুমির উত্তরের একটি প্রশাসনিক জেলা পঞ্চগড়। এই জেলার জল প্রবাহের ভেতরে রয়েছে নদী বিল ও অন্যান্য জলাশয়সমূহ।
পঞ্চগড় জেলাতে প্রায় ৫০টির মতো নদী রয়েছে। পঞ্চগড় জেলা মহানন্দা, ডাহুক, করতোয়া, তালমা ও ঘোড়ামারা নদী অববাহিকার অন্তর্ভুক্ত। এই ৫টি প্রধান প্রবাহ ছাড়াও এই জেলার সবগুলি জলপ্রবাহ এবং জলাশয় ও অন্যান্য বিলের নাম নিচের তালিকায় প্রদান করা হলো।
পঞ্চগড় জেলায় নাম পাওয়া গেছে এমন মোট নদী আছে ৪৭টি। এই জেলার ৮টি আন্তঃসীমান্ত নদী হচ্ছে মহানন্দা, করতোয়া, ডাহুক, তালমা, ঘোড়ামারা, বুড়ি তিস্তা, টাঙ্গন ও নাগর। পঞ্চগড়ে তালিকাবহির্ভূত ১১টি আন্তঃসীমান্ত নদী হচ্ছে বেরং, কুড়ুম, চাওয়াই, ভেরসা, গোবরা, রনচণ্ডি, যমুনা, পাঙ্গা, আলাইকুমারী, ভাতা ও শাঁও। এছাড়াও আছে ২৭টি অভ্যন্তরীণ নদী।
পঞ্চগড় জেলার আন্তঃসীমান্ত নদী
- মহানন্দা নদী,
- করতোয়া নদী,
- ডাহুক নদী,
- তালমা নদী,
- ঘোড়ামারা নদী,
- বুড়ি/মরা তিস্তা নদী,
- টাঙ্গন নদী
- নাগর নদী,
- বেরং নদী
- কুড়ুম নদী,
- চাউলি নদী,
- ভেরসা নদী,
- গোবরা নদী,
- রনচণ্ডি নদী,
- যমুনা নদী,
- পাঙ্গা নদী,
- আলাইকুমারী নদী,
- ভাতা নদী এবং
- শাঁও নদী।
পঞ্চগড় জেলার অভ্যন্তরীণ নদী
- কালিদহ নদী,
- খরখরিয়া নদী,
- ঘাগরা নদী,
- পাম নদী,
- সুই নদী,
- ছাতনাই নদী,
- জোড়াপানি নদী
- রাঙ্গাপানি নদী,
- দারা নদী,
- ধুলি নদী,
- বহু নদী,
- বাঘমারা নদী,
- বোরকা নদী,
- হাতুড়ি নদী,
- পাথরাজ নদী,
- পাম নদী
- পেটকি নদী,
- রসিয়া নদী,
- পাইকানি নদী,
- তিস্তাভাঙ্গা নদী,
- বহিতা নদী,
- শালমারা নদী,
- চিলকা নদী,
- জারী নদী,
- কাটগিরি নদী,
- সিংগিয়া নদী,
- হুয়ারী নদী ও
- ঝিনাইকুড়ি নদী।
এসব নদীর অনেকগুলো বিভিন্ন বিলের ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে। আবার কিছু নদী বিল থেকে উৎপত্তি লাভ করেছে। পঞ্চগড় জেলায় রয়েছে বিখ্যাত কাজল দিঘী, ধাপঢুপ বিল এবং শালমারা বিল। বাংলাদেশ ও ভারতের মধ্য দিয়ে প্রবাহিত যেগুলোকে আন্তঃসীমান্ত নদী হিসেবে অভিহিত করা হয়।
আলোকচিত্রের ইতিহাস: শিলিগুড়িতে মহানন্দা নদী, আলোকচিত্র: অনুপ সাদি।
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক, কবি, প্রাবন্ধিক, গবেষক ও চিন্তাবিদ। তাঁর প্রথম কবিতার বই পৃথিবীর রাষ্ট্রনীতি আর তোমাদের বংশবাতি প্রকাশিত হয় ২০০৪ সালে। তাঁর মোট প্রকাশিত গ্রন্থ ১২টি। সাম্প্রতিক সময়ে প্রকাশিত তাঁর সমাজতন্ত্র ও মার্কসবাদ গ্রন্থ দুটি পাঠকমহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। ২০১০ সালে সম্পাদনা করেন বাঙালির গণতান্ত্রিক চিন্তাধারা নামের একটি প্রবন্ধগ্রন্থ। তিনি ১৬ জুন, ১৯৭৭ তারিখে জন্মগ্রহণ করেন। তিনি লেখাপড়া করেছেন ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম এ পাস করেন।