বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ ময়মনসিংহ জেলা কমিটির উদ্যোগে ময়মনসিংহের রেলওয়ে-মালগুদাম জেলা কার্যালয়ে জোসেফ স্তালিনের ৬১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সভায় আলোচক ও নেতৃবৃন্দ বলেন, সাম্রাজ্যবাদি একচেটিয়া পুঁজি ও তাদের এদেশীয় দালালদের উচ্ছেদের লক্ষ্যে শ্রমিক শ্রেণীর আন্দোলনকে বেগবান করতে ডানপন্থী সুবিধাবাদ, বামপন্থী হঠকারি এবং প্রতি বিপ্লবী ও প্রতিক্রিয়াশীল অবৈধ দুর্বৃত্ত শাসকগোষ্ঠীর আক্রমণ, ও তৎপরতার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে মহান জোসেফ স্তালিনের শিক্ষাকে আঁকড়ে ধরতে হবে । গত ৫ মার্চ ২০১৪ মহান ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ লেনিনের সুযোগ্য উত্তরসূরী কমরেড স্ট্যালিনের ৬১তম মৃত্যুবার্ষিকতে এ আহবান জানান আলোচকবৃন্দ ।
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ ময়মনসিংহ জেলা কমিটির উদ্যোগে রেলওয়ে-মালগুদাম জেলা কার্যালয়ে সন্ধ্যা ৬.৩০টায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি এডভোকেট হারুন-অর-রশিদ এবং পরিচালনা করেন বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের ময়মনসিংহ জেলার সাধারণ সম্পাদক বিনোদ হেলা বিজয় । সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের জেলার সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ এর জেলা আহবায়ক বিমান বিহারী সরকার, প্রগতিশীল রাজনৈতিক ব্যক্তিত্ব তপন সাহা চৌধুরী, প্রগতিশীল লেখক ও বুদ্ধিজীবি অনুপ সাদি, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের প্রভাষক রেজাউল করিম, ব্যক্তি মালিকানাধীন পাটকল সমূহে সরকার ঘোষিত গেজেট বাস্তবায়নে শম্ভুগঞ্জ জুটমিলস শ্রমিক সংগাম পরিষদের যুগ্ম আহবায়ক শাহজাহান মিয়া এবং জাতীয় ছাত্রদলের জেলা সাংগঠনিক সম্পাদক জোবায়ের আহমেদ উৎসব প্রমুখ ।
বক্তারা বলেন, কমরেড স্ট্যালিন ছিলেন মহান লেনিনের সুযোগ্য উত্তরসূরি, মহান সোভিয়েত ইউনিয়নের সমাজতন্ত্রের রূপকার এবং ফ্যসিবাদ-নাৎসিবাদ পরাস্থ করার মহান নেতা । কমরেড লেনিনের উত্তরসূরি হিসেবে কমরেড স্ট্যালিনের নেতৃত্বে সোভিয়েতের শ্রমিক শ্রেণীর একনায়কত্ব যখন সাম্যবাদের দিকে অগ্রসর হচ্ছিল তখন মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী সাম্যাজ্যবাদী বিশ্ব মহান স্ট্যালিনকে বিভিন্ন অপবাদ দিয়ে শ্রমিক শ্রেণীর একনায়কত্বকে ভাঙতে তথাকথিত গণতন্ত্রের নামে শ্লোগান এনে কুম্ভিরাশ্র“ ফেলছিল। বক্তারা বলেন, ১৯৫৩ সালে স্ট্যালিনের মৃত্যুর পর সাম্রাজ্যবাদের চর ক্রুশ্চেভ চক্র সংশোধনবাদী অবস্থান গ্রহণ করার কারণেই সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নে পুঁজিবাদ পুন:প্রতিষ্ঠিত হয় । বক্তারা আরো বলেন, শ্রমিক শ্রেণীর একনায়কত্ব প্রতিষ্ঠা করতে মার্কসবাদ-লেনিনবাদের সুযোগ্য উত্তরসূরী কমরেড স্ট্যালিনের পথ ধরেই অগ্রসর হতে হবে।