বাংলাদেশের সুনামগঞ্জ শহরে বিক্রি হচ্ছে বুনো পশু ও নানা প্রজাতির বুনো পাখি। শহরের পুরাতন কোর্ট এলাকায় জেলা ও দায়রা জজের বাসার সামনে একটি পশু-পাখি বিক্রির দোকান রয়েছে। সেই দোকানে অবাধে বিক্রি হচ্ছে বিক্রি-পাচার-শিকার নিষিদ্ধ বেশ কিছু বাংলাদেশের বন্য প্রাণী।
শহরের পুরাতন কোর্ট এলাকার সেই দোকানে অবৈধভাবে বিক্রির জন্য রাখা হয়েছে ঝুঁটি শালিক, পাকরা শালিক এবং পাতি ময়না। এই তিন প্রজাতির পাখিই বাংলাদেশের ২০১২ সালে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে বিক্রয়, শিকার, পাচার ও পোষা নিষিদ্ধ।
গত ৩১ ডিসেম্বর, ২০১৩ তারিখে সুনামগঞ্জ শহরে গিয়ে সেই দোকানে এই তিন প্রজাতির মোট চারটি পাখি দেখা যায় যেগুলোকে বিক্রির জন্য রাখা হয়েছে। দাম জিগ্যেস করলে দোকানি প্রতিটি পাতি ময়না ৮,০০০ টাকা এবং শালিকগুলোর দাম ৫০০-৮০০ টাকা হাঁকেন।