আমলাতন্ত্র কাকে বলে
আমলাতন্ত্র (ইংরেজি: Bureaucracy) হচ্ছে প্রশাসনিক দপ্তরের কর্তৃত্ব। আমলাতন্ত্র-এর আইনের দৃষ্টিতে রাজা ও প্রজা তথা সর্বোচ্চ সার্বভৌম কর্তৃপক্ষ যথা রাজা, প্রেসিডেন্ট, আইনসভা ইত্যাদি এবং জনসাধারণের মধ্যবর্তী স্থানের কর্মসম্পাদনকারী ও আধিকারিকদের হাতে শাসনক্ষমতা ন্যস্ত থাকে। আরো পড়ুন