মৈত্রীসুলভ রেলের শোষণমূলক রূপ এবং বাংলাদেশ রেলওয়ের নিভু নিভু বাতি
বাংলাদেশে রেলওয়ে উনিশ ও বিশ শতকে বিকশিত হয় এবং বাংলাদেশ রেলওয়ে গড়ে ওঠে স্বাধীনতার পরে। ব্রিটিশরা বাষ্পচালিত লোকোমোটিভের বিকাশ করলে অষ্টাদশ ও উনিশ শতকে রেল পরিবহণ শিল্পবিপ্লবের প্রধান উপাদান হয়ে দাঁড়ায়। রেল জাহাজী পরিবহণের খরচকে কমিয়ে দেয় কারণ জাহাজডুবার ফলে মাঝেমাঝেই পণ্য-জাহাজ ডুবে মালিকের ক্ষতি হতো। খালপথ থেকে রেলপথ বৃদ্ধির ফলে একটি জাতীয় বাজার গড়ে … Read more