শানির দিয়াড়ের যুদ্ধ প্রসঙ্গে স্মৃতিচারণ ও আমার রাজনৈতিক জীবন
আমি ছিলাম এডওয়ার্ড কলেজ ছাত্র সংসদের ‘৬৬-‘৬৭ সালের নির্বাচিত জিএস। আমি ছিলাম ছাত্র ইউনিয়ন (মেনন গ্রুপের) কেন্দ্রীয় নেতা। তিনি জিএস থাকাকালীন পাবনায় ভূট্টা বিষক্রিয়ায় প্রায় ২০০ শতাধিক জনতা অসুস্থ্য হয়ে পড়লে ছাত্র-জনতা বিক্ষুব্ধ ও মারমুখী হয় সে আন্দোলনে। আরো পড়ুন