হাড়বাড়িয়া ইকো পর্যটন কেন্দ্র প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি
সুন্দরবন সামান্য জায়গা না বা এক নজরে বিস্তৃত বনাঞ্চল দেখা হয়। খন্ড খন্ডভাবে দেখতে হয়। এই ভ্রমণ একক ব্যাপারও না। যৌথভাবে ঘুরতে হয়। সুন্দরবন ভ্রমণের একটি অংশ হাড়বাড়িয়া। এখানে যাওয়ার জন্য একটাই পথ; সেটা হলো জলপথ। লঞ্চ বা জাহাজ এবং নৌকা। এখানে দু’ধরনের নৌকা পাওয়া যায়। কাঠের সনাতন নৌকা আর মেশিন চালিত নৌকা। এছাড়া স্প্রিড বোডও আছে। সঙ্গে গাইড নিয়ে নিজেদের সুবিধা অনুযায়ী ভ্রমণ করার ব্যবস্থা আছে।