তত্ত্ববিদ্যা হচ্ছে দর্শনের সত্তা সম্পর্কিত প্রারম্ভিক আলোচনা
পরাবিদ্যা বা তত্ত্ববিদ্যা হচ্ছে (ইংরেজি: Ontology) দর্শনের সত্তা সম্পর্কিত আলোচনা। নির্দিষ্ট কোনো অস্তিত্বকে আমরা বিশেষ বলি। বলটি, বৃক্ষটি, লোকটি বিশেষ বস্তু। কিন্তু বিশেষই মূল না বিশেষের পিছনে নির্বিশেষ কোনো সত্তা আছে, এ চিন্তা দার্শনিকদের আদিকালের চিন্তা। এরিস্টটল এই প্রশ্নের জবাবে নির্বিশেষ অস্তিত্ব বা সত্তার তত্ত্ব তৈরি করেন। তাঁর মতে বিশেষ হচ্ছে খন্ডিত সত্তা। সমস্ত বিশেষ নিয়ে অখন্ড নির্বিশেষ সত্তা। আরো পড়ুন