তুমি যে গিয়াছ বকুল-বিছানো পথে

তুমি যে গিয়াছ বকুল-বিছানো পথে। নিয়ে গেছ হায় একটি কুসুম আমার কবরী হতে। নিয়ে গেছ হিয়া কী নামে ডাকিয়া নয়নে নয়ন দিয়া আমি যেন হায় ফেলে-যাওয়া-মালা কূলহারা নদীস্রোতে।   খেলাঘরে কবে ধূলির খেলায় দু’টি হিয়া ছিল বাঁধা আমার বীণাটি তোমার বাঁশিটি একসুরে ছিল সাধা। সে খেলা ফুরালো, সে সুর মিলালো, নিভিলো কনক আলো; দিয়ে গেছ … Read more

দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কি রে? হাসবি তোরা, বাঁচবি তোরা,

অজয় ভট্টাচার্য

দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কি রে? হাসবি তোরা, বাঁচবি তোরা, মরণ যদি আসেই ঘিরে। অন্ধকারের শিশু তোরা আলোর তৃষায় মিছে ঘোরা, আপন হৃদয় জ্বালিয়ে দিয়ে জ্বালবি সবার প্রদীপটিরে।। তোদের প্রাণে বন্দি হয়ে কাঁদে ভুখা ভগবান। মুখে তবু খেলার বাঁশি যখন বুকে রয় পাষাণ। আরো পড়ুন

এই রাত তোমার আমার

এই রাত তোমার আমার ওই চাঁদ তোমার আমার, শুধু দুজনের এই রাত শুধু যে গানের এই ক্ষণও এ দুটি প্রাণের কুহু কুজনের এই রাত তোমার আমার….।। তুমি আছো আমি আছি তাই, অনুভবে তোমারে যে পাই, শুধু দুজনের এই রাত তোমার আমার।। গৌরীপ্রসন্ন মজুমদারবাংলা ভাষার একজন সফল গীতিকার ও কবি গৌরীপ্রসন্ন মজুমদার ( ৫ ডিসেম্বর ১৯২৪ … Read more

প্রেম একবারই এসেছিল নিরবে

প্রেম একবারই এসেছিল নিরবে আমারই এ দুয়ার প্রান্তে সে তো হায় মৃদু পায় এসেছিল পারি নি তো জানতে।। সে যে এসেছিল বাতাস তো বলে নি হায় সেই রাতে দীপ মোর জ্বলে নি। তারে সে আধারে চিনিতে যে পারি নি আমি পারি নি ফিরায়ে তারে আনতে।। যে আলো হয়ে এসেছিল কাছে মোর তারে আজ আলেয়া যে … Read more

error: Content is protected !!