প্রতীকবাদ ছিল উনিশ শতকের শেষার্ধে কবিতা ও অন্যান্য শিল্পকর্মে শিল্প আন্দোলন
প্রতীকবাদ বা প্রতীকীবাদ (ইংরেজি: Symbolism) ছিল উনিশ শতকের শেষার্ধে ফরাসি, রুশ এবং বেলজিয় ভাষা-উদ্ভূত কবিতা এবং অন্যান্য শিল্পকর্মে একটি শিল্প আন্দোলন। সাহিত্যে, সিম্বলিস্ট মুভমেন্ট বা প্রতীকী আন্দোলন যথার্থভাবে গড়ে ওঠে ফ্রান্সে ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে। বােদলেয়ারের ১৮৫৭ সালে প্রকাশিত Fleurs du Mal গ্রন্থের মাধমে এর যাত্রা শুরু হয়। আরো পড়ুন