ঘোষণা
এ দেশ আমার গর্ব, এ মাটি আমার কাছে সোনা। এখানে মুক্তির লক্ষ্যে হয় মুকুলিত আমার সহস্র সাধ,সহস্র বাসনা। এখানে আমার পাশে হিমাচল, কন্যাকুমারিকা। অলঙ্ঘ্য প্রাচীর ঐক্য প্রতিজ্ঞা পরিখা। দুর্ভিক্ষ পীড়িত দেশ, রক্তচক্ষু রাজার শাসন— শকুনি বিশ্বস্ত বন্ধু, মুঠোয় শিথিল সিংহাসন; সর্বাঙ্গে চিহ্নিত মৃত্যু, শবের গলিত গন্ধ ছোটে। প্রজাপুঞ্জ ওঠে; আগুন লেগেছে ঘরে, খরসূর্য … Read more