ইনকিলাব জিন্দাবাদ হচ্ছে ভারতের বামপন্থী আন্দোলনের একটি ব্যবহারবহুল শ্লোগান
ইনকিলাব জিন্দাবাদ (হিন্দি: इंक़लाब ज़िन्दाबाद) শব্দ দুটি ফারসি ভাষা থেকে আগত। শব্দ দুটির অর্থ হলো— “বিপ্লব দীর্ঘজীবী হােক”। ভারতের বামপন্থী আন্দোলনের একটি সাধারণ ও ব্যবহারবহুল ধ্বনি। এটির উৎপত্তি ও তত্ত্বগত পরিপ্রেক্ষিত সম্পর্কে যা জানা যায় তা হলো মাওলানা হযরত মোহানি ১৯২১ সালে মাওলানা “ইনকিলাব জিন্দাবাদ” শব্দটি স্লোগান হিসেবে সৃষ্টি করেন। তিনি ছিলেন ভারতের কমিউনিস্ট পার্টির চারজন প্রতিষ্ঠাতার একজন। আরো পড়ুন