নেতাজী সুভাষচন্দ্র সে তুমি
নেতাজী সুভাষচন্দ্র সে তুমি দুলাল বাংলা মার তোমারি আঘাতে কারার দুয়ার টুটিল অকস্মাৎ স্বাধীন ভারত বক্ষে তোমার নির্ভীক পদাঘাত নিজেরে করিযা অকাতরে দান তুমি গেয়ে গেলে জয় হিন্দ গান দিয়ে দিল্লীর পথ সন্ধান লাগালে চমত্কার জয়তু নেতাজী সুভাষচন্দ্র দুলাল বাংলা মা’র।। Share this… Facebook Pinterest Twitter Linkedin