মোরগফুল গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের একবর্ষজীবী বীরুৎ
মোরগফুল বা মোরগঝুঁটি (বৈজ্ঞানিক নাম: Celosia cristata, ইংরেজি নাম: Crested Cock’s Comb) হচ্ছে Amaranthaceae পরিবারের Celosia গণের একটি সপুষ্পক বীরুৎ। এটিকে বাংলাদেশে আলংকারিক উদ্ভিদ হিসেবে বাগানে বা গৃহে চাষাবাদ করা হয়। বাড়ির টবে বা বাগানের শোভাবর্ধন করে। এটি আকারে বেশি বড় হয় না। আরো পড়ুন