[otw_shortcode_info_box border_type=”bordered” border_color_class=”otw-red-border” border_style=”bordered” shadow=”shadow-inner” rounded_corners=”rounded-10″]বৈজ্ঞানিক নাম: Cethosia cyane (Drury) প্রতিনাম: Papilio cyane Drury, 1770; Cethosia cyane Wynter-Blyth, de Niceville, 1886. ইংরেজী নাম: The Leopard Lacewing. স্থানীয় নাম: চিতা পাড়পাখনা প্রজাপতি। জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস জগৎ/রাজ্য: Animalia অবিন্যাসিত: Euarthropoda শ্রেণী: Insecta বর্গ: Lepidoptera পরিবার: Nymphalidae গণ: Cethosia প্রজাতি: Cethosia cyane[/otw_shortcode_info_box]
ভূমিকা: বাংলাদেশের প্রজাপতির তালিকায় থাকা চিতা পাড়পাখনা হচ্ছে নিমফালিডি পরিবারের সেথোসিয়া গণের একটি প্রজাপতি।
বিবরণ: চিতা পাড়পাখনা প্রজাপতির প্রসারিত ডানার মাপ ৮৫-৯৫ মিমি। পুরুষের উপর দিকের একটি সাদা কান্ড সামনের ডানার কালো চূড়াকে অতিক্রম করে। পেছনের ডানায় একটি বাইরের discal সারিবদ্ধ ছোট কালো দাগ রয়েছে। নিচের দিকে লাল, ঘিয়া, ফ্যাকাশে নীল, কালো এবং হলুদ রঙের এলোমেলো ছাপ দেখা যায়। উভয় ডানাতে কোনো সোজা ফ্যাকাশে সরু কেন্দ্রীয় কান্ড অতিক্রম করে না। স্ত্রীর উপরের দিক মেটে রঙের, ফ্যাকাশে সবুজ সাদা। নিচের দিক পুরুষের মতো।
স্বভাব এবং বাসস্থান: এই প্রজাতির লার্ভার খাদ্য উদ্ভিদ হচ্ছে paniculata।
বিস্তৃতি: বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষের (আগস্ট ২০১০) ২১ তম খণ্ডে এটির বিস্তৃতি বাংলাদেশ, ভারত এবং মায়ানমার বলে উল্লেখ করা হয়েছে।
তথ্যসূত্র:
১. শফিক এইচ চৌধুরী, (আগস্ট ২০০৯)। “আর্থোপোডা: ইনসেক্টা-৩”। আহমাদ, মোনাওয়ার; কবির, হুমায়ুন, সৈয়দ মোহাম্মদ; আহমদ, আবু তৈয়ব আবু। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ ২১ (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা ৭৩। আইএসবিএন 984-30000-0286-0
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক, কবি, প্রাবন্ধিক, গবেষক ও চিন্তাবিদ। তাঁর প্রথম কবিতার বই পৃথিবীর রাষ্ট্রনীতি আর তোমাদের বংশবাতি প্রকাশিত হয় ২০০৪ সালে। তাঁর মোট প্রকাশিত গ্রন্থ ১২টি। সাম্প্রতিক সময়ে প্রকাশিত তাঁর সমাজতন্ত্র ও মার্কসবাদ গ্রন্থ দুটি পাঠকমহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। ২০১০ সালে সম্পাদনা করেন বাঙালির গণতান্ত্রিক চিন্তাধারা নামের একটি প্রবন্ধগ্রন্থ। তিনি ১৬ জুন, ১৯৭৭ তারিখে জন্মগ্রহণ করেন। তিনি লেখাপড়া করেছেন ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম এ পাস করেন।