ফুলকির জন্য অপেক্ষা
কোনো ছাঁচ, ধাঁচ বা গণ্ডিতে নয়মুক্ত পাখির ডানার পালক হয়ে আমরা উড়েছিআপেল শ্রমিকের সুপ্ত স্বপ্নের সাথে মিলেছিআদিম কোনো ভূমিতে বীজ হয়ে ছড়িয়েছিসংগ্রামে এক হয়েছি রক্তজবা বুকে নিয়েতাই তুমি আমি আমরা পাপড়িময় সুবাস হয়েছি। তবুও আমি চাইএকটা অজানা শক্তির ফুলকি ছুঁয়ে যাক আমাদের শরীরনিজেদের আবার শোধন করি সূর্যস্নান করেযদিও জানি আমাদের স্বাদ ভিন্নপছন্দ বিচিত্র, চাওয়া পাওয়া … Read more