মেশিনগানের সামনে হাঁটুগেড়ে ধ্যান

রাতগুলো যেনো বিবর্ণ ত্যানার মতো
চোখগুলোকে বেঁধে রেখেছে,
মগজে চিন্তা সাজানো বারণ;
কেবলই তোমার বন্দনা করেই কাটাতে হয়
নইলে মেশিনগানের সামনে নিজেকে দেখি,
মৃত্যুর মুখোমুখি।

হাঁটু গেড়ে বসে থাকতে থাকতে
আমাদের নোনা ঘাম চুয়ে বিস্বাদ হয়ে যায়;
তবুও কিছু বলা বারণ।

এ এক যুদ্ধ নগরী, শব্দ-পাখিরা এখানে মুমূর্ষু,
আজকাল আর মনের লেনদেন হয় না তাদের সাথে,
পথের ভবঘুরের রুক্ষ জীবনের ক্ষোভগুলো যদি
পাকা করলার বীজের মতো
ফেটে বেরিয়ে এসে নতুন লতার জন্ম দিতে পারতো,
তাহলে প্রজাপতিরা আবার ফিরে আসত আমাদের বুকে।

কিন্তু বুলেটের আঘাতে রক্তাক্ত নদী এগিয়ে চলে
মগজের কাজ যত কম, আয়ুষ্কাল তত বেশি,
তাই অবস্থা এখন কবিতার নয়, গল্পের নয়,
শুধুই শেখানো বুলি আর জিকীরের।

১০/০৭/২০১৮
নেত্রকোনা

আরো পড়ুন:  আলোর কাছাকাছি

Leave a Comment

error: Content is protected !!