রাতগুলো যেনো বিবর্ণ ত্যানার মতো
চোখগুলোকে বেঁধে রেখেছে,
মগজে চিন্তা সাজানো বারণ;
কেবলই তোমার বন্দনা করেই কাটাতে হয়
নইলে মেশিনগানের সামনে নিজেকে দেখি,
মৃত্যুর মুখোমুখি।
হাঁটু গেড়ে বসে থাকতে থাকতে
আমাদের নোনা ঘাম চুয়ে বিস্বাদ হয়ে যায়;
তবুও কিছু বলা বারণ।
এ এক যুদ্ধ নগরী, শব্দ-পাখিরা এখানে মুমূর্ষু,
আজকাল আর মনের লেনদেন হয় না তাদের সাথে,
পথের ভবঘুরের রুক্ষ জীবনের ক্ষোভগুলো যদি
পাকা করলার বীজের মতো
ফেটে বেরিয়ে এসে নতুন লতার জন্ম দিতে পারতো,
তাহলে প্রজাপতিরা আবার ফিরে আসত আমাদের বুকে।
কিন্তু বুলেটের আঘাতে রক্তাক্ত নদী এগিয়ে চলে
মগজের কাজ যত কম, আয়ুষ্কাল তত বেশি,
তাই অবস্থা এখন কবিতার নয়, গল্পের নয়,
শুধুই শেখানো বুলি আর জিকীরের।
১০/০৭/২০১৮
নেত্রকোনা
জন্ম ৮ জানুয়ারি ১৯৮৯। বাংলাদেশের ময়মনসিংহে আনন্দমোহন কলেজ থেকে বিএ সম্মান ও এমএ পাশ করেছেন। তাঁর প্রকাশিত প্রথম কবিতাগ্রন্থ “স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে” এবং যুগ্মভাবে সম্পাদিত বই “শাহেরা খাতুন স্মারক গ্রন্থ”। বিভিন্ন সাময়িকীতে তাঁর কবিতা প্রকাশিত হয়েছে। এছাড়া শিক্ষা জীবনের বিভিন্ন সময় রাজনৈতিক ও সাংস্কৃতিক কাজের সাথে যুক্ত ছিলেন। বর্তমানে রোদ্দুরে ডট কমের সম্পাদক।