কুমোরপাড়ায় চাঁদ ছিলো সেদিন
মাটির পটগুলোতে নকশার আঁকিবুঁকি চলছিলো,
আবহাওয়া মোহনীয় ছিলো
আঁধার ছিলো না কোনো গলিতে।
ময়ূরাক্ষীর মতো কিশোর-কিশোরীদের চোখজোড়া
খড়কুটো নিয়ে খেলছিলো,
পাড়াজুড়ে সেদিন আলো মাতাল করে রেখেছিলো
নব যৌবনের উৎসব ছিলো সেদিন।
সারাদিন আমার এলাকায় এক বাঁশিওয়ালা ছিলো
জাদুকরী সুরে ভুলিয়ে রেখেছিল স্বদেশের স্মৃতিকে,
এমন উদাস শহরে কেনই সে বাজালো বাঁশি
তারও কি ছিলো আমার মতো বেদনা?
উপত্যকা থেকে ঘোড়ার খুরের শব্দ নগরের দেয়ালে কম্পন তুলে
বালুকণারা অস্থির হয়ে ছুটোছুটি করে,
রাত জেগে তারা পাহারা দেবে তারুণ্যের দীপ্তিকে
কুমোর পাড়ার শিশুরা এখন শান্তিতে ঘুমায়।
এখন সন্ধ্যার শীতেরা এসে ভীড় করে আমার ঘরে
তখন আমি হারিয়ে ফেলি আমার সুরের পাখিকে
আজানা অনেক কিছুর যেমন তলিয়ে যায় তেমনি গেল সে
নতুন কোনো নগরে ভোর আনবে বলে।
১৮.২.২০১৭
বুদ্ধনগর, নেপাল
জন্ম ৮ জানুয়ারি ১৯৮৯। বাংলাদেশের ময়মনসিংহে আনন্দমোহন কলেজ থেকে বিএ সম্মান ও এমএ পাশ করেছেন। তাঁর প্রকাশিত প্রথম কবিতাগ্রন্থ “স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে” এবং যুগ্মভাবে সম্পাদিত বই “শাহেরা খাতুন স্মারক গ্রন্থ”। বিভিন্ন সাময়িকীতে তাঁর কবিতা প্রকাশিত হয়েছে। এছাড়া শিক্ষা জীবনের বিভিন্ন সময় রাজনৈতিক ও সাংস্কৃতিক কাজের সাথে যুক্ত ছিলেন। বর্তমানে রোদ্দুরে ডট কমের সম্পাদক।