শুকনো পাতা ঝরা দিন চলে যায় হাওয়ার মতো
বেঁচে থাকার যত মায়া উবে যায়
হাওয়ার মতো,
কোনো খাপছাড়া ক্ষোভ, অভিমান, ক্রোধ
ঘণ্টার হয়ে টুং টুং বাজতে থাকে
তোমার অপ্রকাশিত মনে।
একবার অরণ্যে পা দিয়ে দেখো
জীবনের স্বাদ এখানেই,
ছোট ছোট আদরকে মুক্ত করে দেখো
ভালোবাসার তৃপ্তি এখানেই।
খড় কুটো ছেড়ে মেঘ হয়ে ভাসব বলে
সীমান্ত পেড়িয়ে তোমার কাছে আসা,
পাহাড় ঘেসে যে বাড়ি তোমার-
সেখানে বাগান করব আমরা,
প্রতিদিন মেঘ ছুয়ে যাবে আমাদের বেগুনী ফুল,
আর আমরা মিলে যাব নিজেদের উষ্ণতায়
গান হয়ে ভাসতে থাকব বিকেলবেলা
শান্ত শুদ্ধ রেশম হাওয়ায় আমরা পাবো রুপালি সভ্যতা।
বানেশ্বর, নেপাল।
১৬.২.২০১৭
জন্ম ৮ জানুয়ারি ১৯৮৯। বাংলাদেশের ময়মনসিংহে আনন্দমোহন কলেজ থেকে বিএ সম্মান ও এমএ পাশ করেছেন। তাঁর প্রকাশিত প্রথম কবিতাগ্রন্থ “স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে” এবং যুগ্মভাবে সম্পাদিত বই “শাহেরা খাতুন স্মারক গ্রন্থ”। বিভিন্ন সাময়িকীতে তাঁর কবিতা প্রকাশিত হয়েছে। এছাড়া শিক্ষা জীবনের বিভিন্ন সময় রাজনৈতিক ও সাংস্কৃতিক কাজের সাথে যুক্ত ছিলেন। বর্তমানে রোদ্দুরে ডট কমের সম্পাদক।