ভুমিকা: ক্রোকডাইলুস ক্রোকডাইলিডি পরিবারের সরীসৃপের একটি গণের নাম। এই গণে প্রাণীরা মাংসাশী শিকারি হয়। এদের লেজ পেশীবহুল। এই গণের কুমির প্রজাতিটি অন্তর্গত। এই গণে ১৩টি প্রজাতি আছে। তবে বাংলাদেশে পাওয়া যায় দুটি প্রজাতি একটি মিঠা পানির কুমির অন্যটি নোনা পানির কুমির।
বিবরণ: তুভ বেশি লম্বাটে নয় এবং মাঝারি প্রশস্ত; নাসিকা প্রিম্যাক্রিলার সংস্পর্শে অবস্থিত এবং বাহ্যিক নাসিকা রুদ্ধ পর্যন্ত প্রসারিত, চোয়ালের প্রতিপার্শ্বে ম্যাক্রিলারী দাঁতের সংখ্যা ১৬ থেকে ১৯টি এবং ম্যান্ডিবুলার দাঁতের ১৪ থেকে ১৫টি; ৪র্থ বা ৫ম ম্যাক্রিলারী দাঁত সবচেয়ে বড় ম্যান্ডিবলের উপরের চোয়ালের ঢুকানো থাকে। Splenial অস্থি ম্যান্ডিবল symphysis এর সাথে যুক্ত নয় এবং কখনো ৪র্থ বা ৫ম দাঁতের পিছনে প্রসারিত নয় । পৃষ্ঠীয় বর্ষ ৪ থেকে ৮টি সারিতে সাজানো থাকে। ম্যান্ডিবুলার symphysis, মাঝারি লম্বা এবং সুস্পষ্ট (Sharma, 1998)।
তথ্যসূত্র:
১. সুপ্রিয় চাকমা (সম্পা.), বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ: উভচর প্রাণী ও সরীসৃপ, খণ্ড: ২৫ (ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, ২০০৯), পৃ. ১৯৫।
জন্ম ৮ জানুয়ারি ১৯৮৯। বাংলাদেশের ময়মনসিংহে আনন্দমোহন কলেজ থেকে বিএ সম্মান ও এমএ পাশ করেছেন। তাঁর প্রকাশিত প্রথম কবিতাগ্রন্থ “স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে” এবং যুগ্মভাবে সম্পাদিত বই “শাহেরা খাতুন স্মারক গ্রন্থ”। বিভিন্ন সাময়িকীতে তাঁর কবিতা প্রকাশিত হয়েছে। এছাড়া শিক্ষা জীবনের বিভিন্ন সময় রাজনৈতিক ও সাংস্কৃতিক কাজের সাথে যুক্ত ছিলেন। বর্তমানে রোদ্দুরে ডট কমের সম্পাদক।