দেশি কদসুরা দক্ষিণ এশিয়ার আরোহী গুল্ম

দেশি কদসুরা

বৈজ্ঞানিক নাম: Kadsura heteroclita (Roxb.) Craib, Fl. Siam Enum. 1: 28 (1925). সমনাম: Uvaria heteroclita Roxb. (1832), Kadsura roxburghiana Arn. (1838), Kadsura wightiana Arn. (1838). ইংরেজি নাম: জানা নেই। স্থানীয় নাম: দেশি কদসুরা।
জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস  
জগৎ/রাজ্য: Plantae বিভাগ: Angiosperms অবিন্যাসিত: Edicots বর্গ: Austrobaileyales পরিবার: Schisandraceae গণ: Kadsura প্রজাতি: Kadsura heteroclita.

ভুমিকা: দেশি কদসুরা (বৈজ্ঞানিক নাম: Kadsura heteroclita) হচ্ছে কদসুরা গণের  একটি সপুষ্পক গুল্ম। এটিকে বাংলাদেশে সংকটাপন্ন গুল্ম।

দেশি কদসুরা-এর বর্ণনা :

এটি চিরহরিৎ আরোহী ও রোমহীন গুল্ম বৈশিষ্ট্যের উদ্ভিদ। শাখাপ্রশাখা ঘন সাদা, লেন্টিসেল বিশিষ্ট। পত্র ৯-১৪ × ৩- ৫ সেমি, আয়তাকার-বল্লমাকার বা প্রশস্ত উপবৃত্তাকার- ডিম্বাকার, গোড়া গোলাকার থেকে কীলকাকার, প্রান্ত হালকা দম্ভর থেকে করাত দন্তর, শীর্ষ সূক্ষ্মাগ্র থেকে অর্ধসূক্ষ্মাগ্র, তাজা অবস্থায় নরম এবং রসালো, রোমহীন, থেকে অর্ধবেলনাকার।

পত্র একান্তর, অখন্ডিত বা স্পষ্ট করাত ভাধারণত চর্মবৎ, অস্বচ্ছ থেকে স্বচ্ছ-গ্রন্থিযুক্ত, পক্ষল শিরাযুক্ত। টি শাখার গোড়ার নিকট শল্কপত্রের কক্ষে গুচ্ছাকার, পুষ্পবৃত্ত, ৩-অনেক সারি, সাদা, হলুদ বা লাল। পুংপুষ্প ৫ থেকে পর্যন্ত আবৃত, পুংদন্ড খুবই খাটো, মুক্ত বা প্রায় যুক্ত, পরাগধানী রাগধানী খন্ডক ছোট প্রশস্ত যোজকবিশিষ্ট।

স্ত্রীপুষ্প অনেক ঘন ডিম্বক ২-৪টি। ফল গোলাকার, রসালো, অবিদারী। নিম্নভাগ ফিকে, পার্শ্বীয় শিরা ১০-১৫ জোড়া, পত্রবৃন্ত ১.০- ১.৫ সেমি লম্বা। পুষ্প কাক্ষিক, একল, সাদা বা হালকা হলুদাভ, প্রায় ১৩ সেমি চওড়া, পুষ্পবৃন্ত বলিষ্ঠ, ১.০-১.৫ সেমি লম্বা, মঞ্জরীপত্রিকা অনেক, সিলিয়াযুক্ত। পাপড়ি খন্ডক ৯-১২টি, ৩ সারিতে প্রান্ত-আচ্ছাদী, বর্তুলাকার, অবতল, বাহিরেরটি ০.৭ × ০.৫ সেমি, অভ্যন্তরেরটি ছোট।

পুংপুষ্প ১২-১৫ পুংকেশরবিশিষ্ট, কদাচিৎ অধিক, বাহিরের পুংদন্ড খাটো, মুক্ত, অভ্যন্তরেরটি লম্বা, যুক্ত, রসালো, পরাগধানী মুক্ত বা রসালো সম্মিলিত পুংদন্ডের মাথায় আংশিক যুক্ত। স্ত্রীপুষ্প অনেক গর্ভপত্রযুক্ত, প্রান্ত-আচ্ছাদী, কোণাকার, ১.৫-২.৫ × ১.৫-২.৫ মিমি, অর্ধগোলাকার ৬-৮ মিমি চওড়া হেড এ ঘন আবদ্ধ, গর্ভমুন্ডের শীর্ষ অস্পষ্ট সূক্ষ্ম সিলিয়াযুক্ত, ক্ষুদ্র উপবৃত্তাকার বা অর্ধবর্তুলাকার উপাঙ্গ দ্বারা প্রান্তীয়, ডিম্বক প্রতি গর্ভপত্রে ২-৪টি।

আরো পড়ুন:  জিরা জনপ্রিয় মসলা ও বিরুৎ জাতীয় প্রজাতি

ফল গোলাকার বা অর্ধগোলাকার হেড, ২.৫-৪.৫ সেমি চওড়া ৪-৬ সেমি লম্বা দন্ডের উপর, ক্ষুদ্র। ফল আয়তাকার থেকে গোলাকার, কীলকাকার, পলকাটা, ১-২ × ০.৫-১.৫ সেমি, অবিদারী, রসালো, রক্ত-লাল। বীজ অর্ধবর্তুলাকার, চ্যাপ্টা, প্রায় ৮ মিমি চওড়া।

ক্রোমোসোম সংখ্যা: জানা নেই।

আবাসস্থল ও বংশ বিস্তার :

আর্দ্র বন এলাকা। বীজ থেকে নতুন চারা জন্মে। ফুল ও ফল ধারণ এপ্রিল-ডিসেম্বর।

বিস্তৃতি :

ভারত (আসাম, মনিপুর, মেঘালয়, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং কেরালা), ভুটান, মায়ানমার, চীন, ইন্দো- চীন, থাইল্যান্ড এবং বাংলাদেশ (Rao and Hazra, 1993)।

অন্যান্য তথ্য:

বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষের ১০ম খণ্ডে (আগস্ট ২০১০) দেশি কদসুরা প্রজাতিটির সম্পর্কে বলা হয়েছে যে, আবাসস্থল ধ্বংস জন্য বাংলাদেশে এটি সংকটাপন্ন হিসেবে বিবেচিত। বাংলাদেশে দেশি কদসুরা সংরক্ষণের জন্য কোনো পদক্ষেপ গৃহীত হয়নি। প্রজাতিটি সম্পর্কে প্রস্তাব করা হয়েছে যে এই শীঘ্র চিহ্নিতকরণ এবং সংরক্ষণ করা প্রয়োজন।  

তথ্যসূত্র:

১. এ মোজাহারুল হক (আগস্ট ২০১০)। “অ্যানজিওস্পার্মস ডাইকটিলিডনস” আহমেদ, জিয়া উদ্দিন; হাসান, মো আবুল; বেগম, জেড এন তাহমিদা; খন্দকার মনিরুজ্জামান। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ। ১০ম (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা ২৩০-২৩১। আইএসবিএন 984-30000-0286-0

Leave a Comment

error: Content is protected !!