ভারতীয় দর্শনের বস্তুবাদী মতবাদ চার্বাকবাদ (ইংরেজি: Charvaka) বা চার্বাক দর্শন বা লোকায়ত বা লোকায়ত দর্শন বলে পরিচিত। মূলত ভারতের প্রাচীন বস্তুবাদী দর্শনকে লোকায়ত দর্শনও বলা হয়। ভারতীয় দর্শনকে সাধারণত ভাববাদী বলে মনে করা হয়। কিন্তু গ্রীক দর্শনের ন্যায় ভারতীয় দর্শনের ইতিহাসেও অতি প্রাচীনকাল থেকে বস্তুবাদী দর্শনের সাক্ষাৎ পাওয়া যায়। আরো পড়ুন