বিবরন: হেলিয়েনথাস হচ্ছে এস্টারেসি পরিবারের সপুষ্পক উদ্ভিদের একটি গণের নাম। এই গণের প্রজাতিগুলো বর্ষজীবী বা বহুবর্ষজীবী বীরুৎ হয়। গৃহ সজ্জার জন্য এই গণের উদ্ভিদের ফুলের চাহিদা অনেক।
এরা বর্ষজীবী বা বহুবর্ষজীবী বীরুৎ, প্রায়শঃ লম্বা। পত্র প্রতিমুখ বা উপরের গুলি একান্তর, অখন্ড বা দস্তুর পুষ্পবিন্যাস। শিরমঞ্জরী, অসম জননকোষী, মাঝে মধ্যে রে (প্রান্ত পুষ্পিকা)-এর অনুপস্থিতির কারণে সমপরিণত, বৃহৎ বা অতি বৃহৎ, পুষ্পদন্ডবিশিষ্ট, একল বা শিথিলভাবে সমভূমঞ্জরী, রে-বিশিষ্ট।
প্রান্ত পুষ্পিকা ১-স্তরে সজ্জিত, ক্লীব, মধ্য পুষ্পিকা উভলিঙ্গ, প্রজননক্ষম, মঞ্জরী পত্রাবরণ প্রশস্ত ঘন্টাকৃতি। মঞ্জরীপত্র ২-বহু অণুবর্তিতা, ঝিল্লিময় বা বীরুৎ সদৃশ, স্থূলা বা সূক্ষ্মাগ্র, পুষ্পধার সমতল বা উত্তল, শল্কবর্ম ভিতরের দিকে ভাঁজকৃত, বৃতি ফলক শূকযুক্ত। প্রান্ত পুষ্পিকার দলসমূহ বৃহৎ, পরিব্যাপ্ত, জিহ্বা-আকৃতি দলমণ্ডলে যমক, দীর্ঘ, অখন্ড ফলক বিশিষ্ট।
পুংকেশর যুক্ত পরাগধানী, পরাগধানী অখন্ড রা নিম্নাংশে সূক্ষ্মভাবে ২-খন্ডিত। উভলিঙ্গ পুষ্পিকার গর্ভদণ্ড খর্ব বা দীর্ঘ রোমশ উপাঙ্গে সমাপ্তি প্রাপ্ত বাহু বিশিষ্ট।
ফল সিপসেলা, আয়তাকার বা প্রায় বিডিম্বাকার, পুরু, চাপা বা ঈষৎ ৪-কোণী, ২টি শূক বিশিষ্ট, বৃতিরোম ২-শূকযুক্ত, প্রায়শঃ বর্ধিতকৃত, নিম্মে শল্কবৰ্মীয়, আশুপাতী, মাঝে মধ্যে ১-২টি ক্ষুদ্রতর মধ্যবর্তী, আশুপাতী কুর্চ বিশিষ্ট। হেলিয়েনথাস গণে পাতি সূর্যমুখী বা সূর্যমুখী একটি প্রজাতির নাম।
তথ্যসূত্র:
১. এ বি এম এনায়েত হোসেন (আগস্ট ২০১০)। “অ্যানজিওস্পার্মস ডাইকটিলিডনস” আহমেদ, জিয়া উদ্দিন; হাসান, মো আবুল; বেগম, জেড এন তাহমিদা; খন্দকার মনিরুজ্জামান। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ। ৭ (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা ৩৪৪। আইএসবিএন 984-30000-0286-0
বি. দ্র: ব্যবহৃত ছবি উইকিপিডিয়া কমন্স থেকে নেওয়া হয়েছে। আলোকচিত্রীর নাম: Vengolis
জন্ম ৮ জানুয়ারি ১৯৮৯। বাংলাদেশের ময়মনসিংহে আনন্দমোহন কলেজ থেকে বিএ সম্মান ও এমএ পাশ করেছেন। তাঁর প্রকাশিত প্রথম কবিতাগ্রন্থ “স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে” এবং যুগ্মভাবে সম্পাদিত বই “শাহেরা খাতুন স্মারক গ্রন্থ”। বিভিন্ন সাময়িকীতে তাঁর কবিতা প্রকাশিত হয়েছে। এছাড়া শিক্ষা জীবনের বিভিন্ন সময় রাজনৈতিক ও সাংস্কৃতিক কাজের সাথে যুক্ত ছিলেন। বর্তমানে রোদ্দুরে ডট কমের সম্পাদক।