ঘাটতি বাজেট কাকে বলে

ঘাটতি বাজেট  (ইংরেজি: Deficit financing বা Deficit spending বা deficit, বা budget deficit) হচ্ছে পরিকল্পিতভাবে আয় অপেক্ষা অতিরিক্ত ব্যয়বরাদ্দ। সরকারি ভাষায় অনেক সময়ে এই পদ্ধতিকে ক্ষতিপূরণের অর্থসংস্থান অথবা পাম্প করে টাকা ঢালা বলা হয়। বাজেটের ঘাটতি পূরণ করা হয় নানা ভাবে ঋণ সংগ্রহ করে। ক্রয়ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অর্থনীতিকে চাঙ্গা করা ও কর্মসংস্থান সৃষ্টি করাই হলো এর প্রকৃত উদ্দেশ্য।

সরকারি ব্যয়বরাদ্দ বৃদ্ধির প্রবণতা অনেক সময়ে পূর্ণ কর্মসংস্থান সত্ত্বেও অব্যাহত থাকে, যাতে স্বাভাবিক সময়ে ঘাটতি আর্থিক নীতি একটি নীতি হিসেবে অনুসৃত হয়। সরকারের মুদ্রাসংক্রান্ত নীতির অঙ্গ হিসেবে ঘাটতি বাজেট প্রণালী প্রবর্তনের পিছনে জন মেনার্ড কেইনসের সুপারিশ প্রভাব বিস্তার করে। ঘাটতি বাজেটের মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি তথা ক্রয়ক্ষমতা বর্ধিত হয় বলে মূল্যবৃদ্ধি ও মুদ্রাস্ফীতি ঘটে। সরকারি ঋণের চাহিদা মেটাবার জন্য কেন্দ্রীয় ব্যাংককে অতিরিক্ত নােট ছাপতে হয়।

তথ্যসূত্র:

১. গঙ্গোপাধ্যায়, সৌরেন্দ্রমোহন. রাজনীতির অভিধান, আনন্দ পাবলিশার্স প্রা. লি. কলকাতা, তৃতীয় মুদ্রণ, জুলাই ২০১৩, পৃষ্ঠা ১০৪।

আরো পড়ুন:  পরার্থবাদ দ্বারা অপরের জন্য দুঃখ-কষ্ট সহ্য করা বা ত্যাগ স্বীকারের মনোভাব বুঝায়

Leave a Comment

error: Content is protected !!