কাঁদিব না ফাগুন গেলে, বিদায় দিব তারে মণিদীপ জ্বেলে

কাঁদিব না ফাগুন গেলে, বিদায় দিব তারে মণিদীপ জ্বেলে হচ্ছে অজয় ভট্টাচার্যের লেখা একটি আধুনিক বাংলা গান। গানটি ১৬ লাইনের মাঝারি আকারের আধুনিক বাংলা প্রেমের গান। গানটি সুরকার ও গায়ক ছিলেন শচীন দেববর্মণ। গানটি অজয় ভট্টাচার্যের একটি রাগপ্রধান গান।

গানটি নারায়ণ চৌধুরী সংকলিত ও সম্পাদিত রেণুকা ভট্টাচার্য প্রকাশিত এম সি সরকার এন্ড সন্স প্রাইভেট লিমিটেড পরিবেশিত অজয়-গীতি সংগ্রহ কলকাতা প্রথম প্রকাশ আগস্ট ১৯৭৫ গ্রন্থের ১৫০ পৃষ্ঠায় প্রকাশিত রয়েছে।

গানের কথা

কাঁদিব না ফাগুন গেলে,

বিদায় দিব তারে মণিদীপ জ্বেলে।

বনের হিয়া জুড়ে কাদিবে বেণু সুরে জানি গো,

নীরবে রব হায় হারায়ে যদি যায় বাণী গো—

কহিব না এসো ফিরে চাঁদ ফিরে এলে।।

যদি ম্লান হয় মালা দিব খুলে ঝরিবার আগে,

বিরহ সহিব সুখে বিরহের নব অনুরাগে।

বিদায় দিনু হেসে জীবনের বেলাশেষে কঁদিনি,

ধরণী যারে চায় আমি যে তারে হায় সাধিনি—

হৃদয়ে বাঁধা রাখি তাই দিনু ফেলে।।

আরো পড়ুন:  আধুনিক বাংলা গান আধুনিককালে প্রচারিত ও প্রসারিত বাংলা গানের এক বিশিষ্ট ধারা

Leave a Comment

error: Content is protected !!