জলার রঙ্গন আলঙ্কারিক ছোট বৃক্ষ

জলার রঙ্গন

বৈজ্ঞানিক নাম: Ixora spectabilis Wall. ex G. Don, Gen. Syst. 3: 572 (1834). সমনাম: জানা নেই। ইংরেজি নাম: জানা নেই। স্থানীয় নাম: জলার রঙ্গন।
জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস  
জগৎ/রাজ্য: Plantae বিভাগ: Angiosperms অবিন্যাসিত: Edicots বর্গ: Gentianales পরিবার: Rubiaceae গণ: Ixora প্রজাতি: Ixora spectabilis.

ভুমিকা: জলার রঙ্গন (বৈজ্ঞানিক নাম: Ixora spectabilis) হচ্ছে রুবিয়াসি পরিবারের আইক্সোরা গণের  একটি সপুষ্পক গুল্ম। এটিকে বাংলাদেশে আলংকারিক উদ্ভিদ হিসেবে বাগানে  লাগান হয়। এই গুল্মটি বাড়ির টব বা বাগানের শোভাবর্ধন করে।

জলার রঙ্গন-এর বর্ণনা :

জলার রঙ্গন বৃহৎ গুল্ম বা ছোট বৃক্ষ। পত্র উপপত্রযুক্ত এবং বৃন্তক, উপপত্র ডিম্বাকার, সম্পূর্ণ দীর্ঘাগ্র, পত্রবৃন্ত ৮.৫ সেমি লম্বা, পত্র ফলক আয়তাকার থেকে বিডিম্বাকার-আয়তাকার, ১২-২৩ × ৫-১০ সেমি, সাধারণত সূক্ষ্মাগ্র, পাতলা-চর্মবৎ, মসৃণ, গোড়ায় স্থূলাগ্র।সাইম মঞ্জরীপত্রযুক্ত, ঘন ক্ষুদ্র রোমশ, মঞ্জরীদন্ড ২৬ সেমি লম্বা যা নিম্নদিকে ২টি অবৃন্তক হৃৎপিন্ডাকার পত্রযুক্ত, সূক্ষ্মভাবে অণুরোমশ।

পুষ্প সাদা, ছোট, সুদৃশ্য। বৃতি দন্তক সূক্ষ্মাগ্র, রোমশ, গর্ভাশয় থেকে ছোট। পাপড়ি মসৃণ, নল সরু, খন্ডক আয়তাকার, ভোঁতা। পরাগধানী লম্বা, পুংদন্ড সরু। ফল মটর-আকৃতির, গোলাকার বা দীর্ঘদ্বয়ী, ক্ষুদ্র বৃতি ফলক দ্বারা অগ্রস্থ অংশ আবৃত।

ক্রোমোসোম সংখ্যা : 2n = ২২ (Fedorov, 1969).

বংশ বিস্তার ও আবাসস্থল:

খাল বা নদীর তীরের পাশে। ফুল ও ফল ধারণ: মে- মার্চ। বীজ এবং কান্ডের শাখাকলম দ্বারা।

বিস্তৃতি :

ভারত এবং মায়ানমার। বাংলাদেশের চট্টগ্রাম, কক্সবাজার এবং বান্দরবান জেলায় বিস্তৃত।

অন্যান্য তথ্য:

বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষের ১০ম খণ্ডে (আগস্ট ২০১০) জলার রঙ্গন প্রজাতিটির সম্পর্কে বলা হয়েছে যে, আবাসস্থল ধ্বংস ও জ্বালানি কাজের জন্য কাঠ আহরণের জন্য বাংলাদেশে এটি সংকটাপন্ন হিসেবে বিবেচিত। বাংলাদেশে জলার রঙ্গন সংরক্ষণের জন্য কোনো পদক্ষেপ গৃহীত হয়নি। প্রজাতিটি সম্পর্কে প্রস্তাব করা হয়েছে যে এই প্রজাতিটি ইন-সিটু এবং এক্স-সিটু উভয় পদ্ধতিতেই সংরক্ষণ করা প্রয়োজন।

আরো পড়ুন:  বামনহাটি এশিয়ার দেশসমূহে জন্মানো বহুবর্ষজীবি ঔষধি গুল্ম

তথ্যসূত্র:

১. এম আতিকুর রহমান এবং এস সি দাস (আগস্ট ২০১০)। “অ্যানজিওস্পার্মস ডাইকটিলিডনস” আহমেদ, জিয়া উদ্দিন; হাসান, মো আবুল; বেগম, জেড এন তাহমিদা; খন্দকার মনিরুজ্জামান। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ। ১০ম (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা ৮৮। আইএসবিএন 984-30000-0286-0

বি. দ্র: ব্যবহৃত ছবি উইকিমিডিয়া কমন্স থেকে নেওয়া হয়েছে। আলোকচিত্রীর নাম: PEAK99

Leave a Comment

error: Content is protected !!