সিবিনোফিস কলুব্রিডি পরিবারের সাপের একটি গণের নাম

সাপের গণ

সিবিনোফিস

বৈজ্ঞানিক নাম: Sibynophis Fitzinger, 1843 সমনাম: Cyclophiops; বাংলা নাম: বহুদাঁতী সাপ, ইংরেজি নাম: many-toothed snakes. জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস জগৎ/রাজ্যKingdom: Animalia বিভাগ/Phylum: Chordata উপপর্ব: Vertebrata শ্রেণী/Class: Reptilia বর্গ: Squamata উপবর্গ: Serpentes পরিবার/Family: Colubridae গণ/Genus: Ptyas, Fitzinger, 1843

ভূমিকা: সিবিনোফিস (বৈজ্ঞানিক নাম: Sibynophis) হচ্ছে কলুব্রিডি পরিবারের সাপের একটি গণের নাম। এদেরকে বহুদাঁতী সাপ (ইংরেজি: many-toothed snakes) বলেও ডাকা হয়। বাংলাদেশে এই গণে দুটি প্রজাতি আছে।

সিবিনোফিস গণের প্রজাতির অসংখ্য এবং ঘন সন্নিবেশিত দাঁত থাকে, দাঁত সমান bayonet আকৃতির, প্রতিটি ম্যাক্সিলাতে সংখ্যা ৩০-৫০টি; দাঁতের অস্থি পিছনের দিকে সম্পূর্ণ বিচ্ছিন্ন । মাথা গ্রীবা থেকে সুস্পষ্ট পৃথক: চোখ অপেক্ষাকৃত বড়, পিউপিল গােলাকার। দেহ নলাকার, আঁইশ মসৃণ, ওরিন্টাল অঞ্চলে পাওয়া সকল সাপে ১৭ সারিতে পাওয়া যায়: অঙ্কীয় আঁইশ গােলাকার: নি-পুচ্ছের আঁইশ জোড়ায় থাকে । Hypapophyses শিরদাঁড়-এর সম্পূর্ণ অংশ গঠিত (Smith, 1943)।

সিবিনোফিস গণে সারা পৃথিবীতে আছে ৯টি প্রজাতি এবং বাংলাদেশে আছে ২টি প্রজাতি। বাংলাদেশে প্রাপ্ত এই গণের দুটি প্রজাতি হচ্ছে ক. ক্যান্টরের কালোমাথা সাপ এবং খ. ডুমেরিলের কালোমাথা সাপ

তথ্যসূত্র:

১. জিয়া উদ্দিন আহমেদ (প্রধান সম্পা.), বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ: উভচর প্রাণী ও সরীসৃপ, খণ্ড: ২৫ (ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, ২০০৯), পৃ. ১৬১।

ছবির ইতিহাস: এই গণের প্রজাতি ক্যান্টরের কালোমাথা সাপের ছবিটি Ashahar alias Krishna Khan-এর তোলা।

Leave a Comment

error: Content is protected !!