এরিকাসি হচ্ছে সপুষ্পক উদ্ভিদের একটি পরিবারের নাম

উদ্ভিদের পরিবার

এরিকাসি

পরিবারের নাম: ARECACEAE C.H. Schultz-Schultzenstein (1832) জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস জগৎ/রাজ্য: Plantae বিভাগ: Angiosperms অবিন্যাসিত: Monocots অবিন্যাসিত: Commelinids বর্গ: Arecales পরিবার: Arecaceae

ভূমিকা: এরিকাসি (পরিবারের নাম: Arecaceae) হচ্ছে সপুষ্পক একটি উদ্ভিদের পরিবারের নাম। তাল জাতীয় বিভিন্ন প্রজাতির উদ্ভিদ এই পরিবারের অন্তর্ভুক্ত।

বিবরণ: তাল গোত্র গুল্ম বা বৃক্ষ, একল বা সংঘিত, কখনও আরোহী, নগ্ন বা গাত্রকন্টকিত, কান্ড সরল ঋজু কদাচিৎ উপরে শাখান্বিত।

পাতা একান্তর, সাধারণত বৃক্ষবৎ উদ্ভিদে কান্ড শীর্ষে সমাকীর্ণ বা আরোহী উদ্ভিদে ছড়ানো, কুঁড়ি অবস্থায় কুঞ্চিত, পক্ষবৎ অতিখন্ডিত, বা করতলাকার, কদাচিৎ সরল বা দ্বি-খন্ডিত বৃন্ত আবরণ যুক্ত, স্থায়ী বা অস্থায়ী।

পুষ্পবিন্যাস প্যানিক্যাল বা স্পাইক, এক বা একাধিক চমসার আবরণ দ্বারা আবৃত। পুষ্প ক্ষুদ্র, উভলিঙ্গ বা অধিকাংশ ক্ষেত্রে একলি, বহুপ্রতিসম অবৃন্তক বা ক্ষুদ্র বৃন্তযুক্ত, সাধারণত ৩ সহপত্রী যুক্ত। পুষ্পপুষ্ট, দ্বিসারী, প্রতিসারীতে পুষ্পপুটাংশ ৩, বাইরের ৩টি বৃতিসদৃশ এবং ভিতরের ৩টি পাপড়িসদৃশ, মুক্ত, প্রান্ত আচ্ছাদী বা প্রান্ত স্পর্শী।

পুংকেশর ৬ টি, দুই আবর্তে সজ্জিত, বহির্মুখী। গর্ভপত্র ৩ টি, যুক্তগর্ভপত্রী, গর্ভাশয় অধিগর্ভ ১ থেকে ৩ প্রকোষ্ঠী, প্রতি প্রকোষ্ঠে ১ থেকে ২টি ডি অক্ষীয়, গর্ভমুণ্ড ৩ টি, সাধারণত অদক। এদের ফল ১-৩ প্রকোষ্ঠী বেরি বা ডুপ, ফলত্বক মসৃণ বা অমসৃণ বা চকচকে শন্ধে আবৃত। বীজ ঋজু বা পার্শ্বীয় যুক্ত, কদাচিৎ দোলকী।

Arecaceae গোত্রে ২০০ গণ এবং প্রায় ৩০০০ প্রজাতি আছে। পৃথিবীর গ্রীষ্ম মন্ডলীয় অঞ্চলে এরা সীমাবদ্ধ। বাংলাদেশে এই গোত্রের ২০টি গণ ও ৪০টি প্রজাতি আছে।

তথ্যসূত্র:

১. এম. জসিম উদ্দিন (আগস্ট ২০১০)। “অ্যানজিওস্পার্মস ডাইকটিলিডনস”  আহমেদ, জিয়া উদ্দিন; হাসান, মো আবুল; বেগম, জেড এন তাহমিদা; খন্দকার মনিরুজ্জামান। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ। ১১ (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা ৯৯। আইএসবিএন 984-30000-0286-0

বি. দ্র: ব্যবহৃত ছবি উইকিপিডিয়া কমন্স থেকে নেওয়া হয়েছে। আলোকচিত্রীর নাম: Ranjith Siji

আরো পড়ুন:  মুসাসি হচ্ছে সপুষ্পক উদ্ভিদের একটি পরিবারের নাম

Leave a Comment

error: Content is protected !!