ফিদেলের জন্য গান — চে গ্যেভারা

তুমি বলেছিলে, সূর্য উঠবে।
তাহলে চলো যাই
মানচিত্রের না-আঁকা সেসব পথ ধরে
তোমার ভালোবাসার সবুজ কুমিরটাকে মুক্ত করবার জন্য।

চল যাই সব অপমান নিশ্চিহ্ন করে
কালো বিদ্রোহী নক্ষত্রে জ্বলজ্বল করা
আমাদের ভ্রুলেখা দিয়ে
আমরা বিজয় আনবো ছিনিয়ে, নয়ত মৃত্যু পেরিয়ে চলবে যুদ্ধ।

পহেলা আঘাতে সারা বন
জেগে উঠবে তাজা বিস্ময়ে আর ঠিক
তখনই সেখানে শান্ত সঙ্গী সব
তোমার পক্ষ নেবে।

যখন তোমার কণ্ঠ চারদিক ছাপিয়ে আওয়াজ দেবে—
কৃষি সংস্কার, সুবিচার, রুটি, স্বাধীনতা
আমরা দাঁড়াবো তোমার পাশে
অভিন্ন স্বরে।
আর স্বৈরাচারীর বিরুদ্ধে
দিনের শেষে যখন আমাদের নিখাদ অভিযান সম্পূর্ণ হবে
ঠিক তখনই সেখানে সর্বশেষ যুদ্ধে প্রস্তুত আমরা
তোমার পক্ষ নেবো।
তার বিক্ষত পার্শ্বকে যখন বুনো জন্তু লেহন করতে থাকবে
যখন কিউবার বল্লম তাকে আঘাত করবে
আমরা থাকবো তোমার পাশে
গর্বিত হৃদয় নিয়ে।

কখনও ভেবো না, আমাদের মর্যাদাবোধ প্রাণশক্তি হারাবে
সেই সব অলঙ্কৃত নীল মাছির দ্বারা, উপহার নিয়ে যারা লাফায়-ঝাঁপায়,
আমরা চাই তাদেরই রাইফেল আর শিলার এক টুকরা,
অন্য কিছু নয়।

যদি লোহা আমাদের পথে বাধা হয়ে দাঁড়ায়
আমরা চাই কিউবার চোখের পানি দিয়ে তৈরি সেই চাদর
যা আমাদের গেরিলা শরীর রাখবে ঢেকে
লাতিন আমেরিকার ইতিহাস অভিমুখে আমাদের অভিযাত্রায়,
অন্য কিছু।

Leave a Comment

error: Content is protected !!