আমরা যাবো

জলের কলে টিপ, টিপ,

                  টিপ, টিপ।

এখুনি

বাসন-ধোয়া জলে

        নিজের মুখ দেখবে

             ধোঁয়ায় ধোঁয়াকার আরও একটি সকাল ।

ততক্ষণে শানবাঁধানো অন্ধকার

দেয়ালে দেয়ালে মাথা খুঁড়ে মরুক

আর আমরা জলের কলে শুনি –

চোখ বড়ো-বড়ো-করা আকাশের নীচে

           পাথরের নুড়িতে নুড়িতে লাফিয়ে-পড়া

                এক দিগভ্রান্ত দামাল নদীর

                                       কলতান।

 

তারপর সারাটা দিনমান

মানুষ পায়ে চাকা বেঁধে চলুক।

যেখানে বন্দে মাতরম্ বলে মানুষ জীবন দিয়েছিল

                   কাটা হাত নিয়ে সেখানে হেঁটে যাক

                                               কাঠের পা।

জলের কলে টিপ, টিপ,

                 টিপু, টিপ,

আমরা বলেছিলাম যাবো

                     সমুদ্রে।

নদী বলেছিল যাবে

                     সমুদ্রে।

আমরা বলেছিলাম যাবো

                        সমুদ্রে।

আমরা যাবো।।

আরো পড়ুন:  ক্ষত

Leave a Comment

error: Content is protected !!