বত্রিশ সিংহাসন

আগে ছিল মাটির তলায়,

        সে একরকম ভালো ;

এখন ভাসছে চোখের ওপর –

বডডই জ্বা-লালো!

 

বত্রিশটা বছর গেছে

       তাকাতে তাকাতে –

কখনও ডান কাতে, হরি হে,

কখনও বা-কাতে।

 

এই কারণে ভোজ রাজার

মনটা করে হু হু –

বসতে গেলেই সিংহনাদে

        আওয়াজ যে হয় ‘উঁ-হুঁ’

 

খাড়া পায়ে বত্রিশ পুতুল

গলাগুলো কী ভয়ানক!

খিচিয়ে দাঁত বত্রিশ পাটি,

         বার করেছে ধারালো নখ।

 

বত্রিশ পুতুলের

একটাই গোঁ

বসুক এসে

রাখালের পো ।।

 

খাড়া পায়ে বত্রিশ পুতুল

গলাগুলো কী ভয়ানক!

খিচিয়ে দাঁত বত্রিশ পাটি,

         বার করেছে ধারালো নখ।

আরো পড়ুন:  ঘোড়ার চাল

Leave a Comment

error: Content is protected !!