আগে ছিল মাটির তলায়,
সে একরকম ভালো ;
এখন ভাসছে চোখের ওপর –
বডডই জ্বা-লালো!
বত্রিশটা বছর গেছে
তাকাতে তাকাতে –
কখনও ডান কাতে, হরি হে,
কখনও বা-কাতে।
এই কারণে ভোজ রাজার
মনটা করে হু হু –
বসতে গেলেই সিংহনাদে
আওয়াজ যে হয় ‘উঁ-হুঁ’
খাড়া পায়ে বত্রিশ পুতুল
গলাগুলো কী ভয়ানক!
খিচিয়ে দাঁত বত্রিশ পাটি,
বার করেছে ধারালো নখ।
বত্রিশ পুতুলের
একটাই গোঁ
বসুক এসে
রাখালের পো ।।
খাড়া পায়ে বত্রিশ পুতুল
গলাগুলো কী ভয়ানক!
খিচিয়ে দাঁত বত্রিশ পাটি,
বার করেছে ধারালো নখ।
সুভাষ মুখোপাধ্যায় (১২ ফেব্রুয়ারি ১৯১৯ – ৮ জুলাই ২০০৩) ছিলেন বিশ শতকের উল্লেখযোগ্য বাঙালি বামপন্থী কবি ও গদ্যকার। তিনি কবি হিসেবে খ্যাতিমান হলেও ছড়া, প্রতিবেদন, ভ্রমণসাহিত্য, অর্থনীতিমূলক রচনা, অনুবাদ, কবিতা সম্পর্কিত আলোচনা, উপন্যাস, জীবনী, শিশু ও কিশোর সাহিত্য ইত্যাদি রচনাতেও উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন। সম্পাদনা করেছেন একাধিক গ্রন্থ এবং বহু দেশি-বিদেশি কবিতা বাংলায় অনুবাদও করেছেন। “প্রিয়, ফুল খেলবার দিন নয় অদ্য় এসে গেছে ধ্বংসের বার্তা” বা “ফুল ফুটুক না ফুটুক/আজ বসন্ত” প্রভৃতি তাঁর অমর পঙক্তি বাংলায় আজ প্রবাদতুল্য।