জননী জন্মভূমি

আমি ভীষণ ভালোবাসতাম আমার মা-কে
— কখনও মুখ ফুটে বলি নি।
টিফিনের পয়সা বাঁচিয়ে
কখনও কখনও কিনে আনতাম কমলালেবু
— শুয়ে শুয়ে মা-র চোখে জলে ভ’রে উঠত।
আমার ভালোবাসার কথা
মা-কে কখনও আমি মুখ ফোটে বলতে পারি নি।

হে দেশ, হে আমার জনন
কেমন ক’রে তোমাকে আমি বলি!

যে মাটিতে ভর দিয়ে আমি উঠে দাঁড়িয়েছি-
আমার দু-হাতের
দশ আঙুলে
তার স্মৃতি।

আমি যা কিছু স্পর্শ করি
সেখানেই,
হে জননী,
তুমি।
আমার হৃদয়বীণা
তোমারই হাতে বাজে।

হে জননী,
আমরা ভয় পাই নি।
যারা তোমার মাটিতে নিষ্ঠুর থাবা বাড়িয়েছে
আমরা তাদের ঘাড় ধ’রে
সীমান্ত পার করে দেব।

আমরা জীবনকে নিজের মতো ক’রে
সাজাচ্ছিলাম—
আমরা সাজাতে থাকব।

হে জননী,
আমরা ভয় পাই নি।
যজ্ঞে বিঘ্ন ঘটেছে ব’লে
আমরা বিরক্ত।

মুখ বন্ধ করে,
অক্লান্ত হাতে—
হে জননী,
আমরা ভালোবাসার কথা বলে যাব।।  

আরো পড়ুন:  স্মৃতিচারণ

Leave a Comment

error: Content is protected !!