উড়ো চিঠি

বসে রয়েছি পা ছড়িয়ে

খরায়

স্মৃতির নৌকো আটকে আছে

হাঁটুজলের চড়ায়

শুকনো ডালে হলদে পাতার

মাটিতে চোখ     

যেখানে রক্ত, ছিন্নভিন্ন

পাখির পালক

 

হৃদয়ের লাল ডাকবাক্‌সে

ফেলা চিঠিতে

নাম লিখেছি, ভুলে গিয়েছি

ঠিকানা দিতে

 

ব’সে রয়েছি কালবোশেখি

ঝড়ের আশায়

ভালবাসা বাড়াচ্ছে হাত

নীলকণ্ঠ পাখির বাসায় ।।

আরো পড়ুন:  গদির মধ্যে যদি

Leave a Comment

error: Content is protected !!