আমি যে দেখেছি সেই দেশ

আমি যে দেখেছি সেই দেশ, উজ্জ্বল সূর্য-রঙিন

আমি যে দেখেছি ‘শত ফুল বাগিচায়’

‘পূবালী বাতাসে’ কী সুবাস ছড়ায়

ভ্রমরের গুঞ্জনে শুনেছি প্রচার

‘বিষাক্ত আগাছা’ হয়েছে বিলীন।  

উজ্জ্বল সূর্য-রঙিন॥

 

আমি যে দেখেছি আহা রূপালী নদী

‘আনসানে’ ‘উহানে’ বয় নিরবধি

ফারনেসে ফারনেসে ইস্পাতি মন

নতুন প্রাচীর গড়ে অজেয় কঠিন!

উজ্জ্বল সূর্য-রঙিন॥

 

দেখেছি অশ্রুমতি হোয়াংহোর জল

হাসির তরঙ্গ রঙে হয়েছে নির্মল

সেতুবন্ধ ইয়াংসির শুনেছি কল্লোল

চিরতরে ঘুঁচে গেছে বন্যার দিন।

উজ্জ্বল সূর্য-রঙিন॥

 

দেখেছি ‘ড্রাগনবাহী’ কোটি শ্রমবীর

‘পাহাড়ের চূড়া ভাঙে, বাঁক ফেরায় নদীর’

বিস্ময়ে দেখেছি ‘কমিউনে কমিউনে’

নতুন মানুষ গড়ে ‘তাচাই, তাচিং’

উজ্জ্বল সূর্য-রঙিন॥

 

আমি যে দেখেছি তাঁরে ‘থিয়েল আন মানে’

রেশমী লন্ঠন আভায় রাঙা কুংতানে

সেই দেশের রূপকার মহাকারিগর

দু’চোখে বিশ্বের আলো শঙ্কা-বিহীন।

উজ্জ্বল সূর্য-রঙিন ॥

 

গানটি ইউটিউবে শুনুন এবং আমাদের চ্যানেলটি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন।

আরো পড়ুন:  ভেদি অনশন মৃত্যু তুষার তুফান --- ল্যাংস্টন হিউজ

Leave a Comment

error: Content is protected !!